জোড়া সাইক্লোনের ভ্রুকুটি! কাঁপবে দুই উপকূল

একে মনদাউস দোসর আরও একটি সাইক্লোন। আরও একটি সাইক্লোন তৈরির আশঙ্কা জানিয়েছে হাওয়া অফিস।

Rupali Das
Rupali Das
জোড়া সাইক্লোনের ভ্রুকুটি! কাঁপবে দুই উপকূল

একে মনদাউস দোসর আরও একটি সাইক্লোন। আরও একটি সাইক্লোন তৈরির আশঙ্কা জানিয়েছে হাওয়া অফিস। দুই উপকুলেই চলবে নিম্নচাপের দাপট। কারণ বঙ্গোপসাগর-আরবসাগর দুই জায়গাতেই গভীর সাইক্লোন তৈরির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  জন্ম থেকেই হাত নেই, দুটি পা দিয়ে ট্র্যাক্টর চালিয়ে যোদ্ধার বেশে জীবন সংগ্রাম করে চলেছে বর্ধমানের যুবক

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আরও একটি সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে আন্দামান সাগরে। আগামী ৪৮ ঘণ্টায় আন্দামান সাগর হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে।
মনদাউস বর্তমানে শক্তি হারাতে শুরু করেছে। এখন এই সাইক্লোন ঘূর্ণাবর্ত রূপে রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরলে। আগামী দু দিন এর প্রভাব থাকবে তিনটি রাজ্যে।
পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় আরব সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে ১৩ই ডিসেম্বর প্রচুর বৃষ্টি হবে কেরলে।
দক্ষিন আন্দামান সাগরে যে সাইক্লোন তৈরি হবে সেটি আগামীকাল সাইক্লনিক স্টর্মে পরিণত হতে পারে।
এর জেরে আগামী দুই দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরলে।
বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও আংশিক মেঘলা থাকবে আকাশ। পাশাপাশি তাপমাত্রা হতে পারে নিম্নমুখী।
Published On: 12 December 2022, 04:59 PM English Summary: Twin cyclone frown! Both coasts will shake

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters