'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 21 July, 2021 10:32 AM IST
Weather update (image credit- Google)

বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ | যার প্রভাব দেখা যাবে আজ থেকেই | বর্ষার শুরু থেকেই বৃ্ষ্টি কমবেশি লেগেই রয়েছে। সঙ্গে রয়েছে বজ্রাঘাত। বাড়ছে নদীর জলস্তর। নিচু এলাকা জলমগ্নও হচ্ছে মাঝেমধ্যে। তবে এবার বর্ষার সাথে আসছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে (Bay of Bengal) একের পর এক নিম্নচাপের চোখরাঙানি বেড়েই চলেছে। আর তার ফলে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ভারী বৃষ্টির (Heavy rainfall) আশঙ্কা থাকছে। তবে আর্দ্রতা বেশি থাকবে |

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৩ জুলাই ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ২৬ জুলাই বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি নিম্নচাপ। প্রথম নিম্নচাপের প্রভাবে মধ্য ভারত ও সংলগ্ন পূর্ব ভারতের রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। প্রভাব পড়বে রাজ্যের উপকূল ও পশ্চিম জেলাগুলিতে। আগামী সপ্তাহের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে |

আরও পড়ুন -WBBSE 10TH Result 2021 update: ফল প্রকাশিত হলো মাধ্যমিকের, ৬৯৭ পেয়ে প্রথম ৭৯ জন

কোথায় কেমন থাকবে আবহাওয়া(Weather update):

বুধবার থেকে মূলত আকাশ মেঘলাই থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্র আবহাওয়া থাকবে। বুধবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৫ শতাংশ।

দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃহস্পতি ও শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোম, মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আরও ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

আরও পড়ুন - Purulia’s Krishak-Bandhu Fertilizer: পুরুলিয়ার বাজারে ব্যবহার হচ্ছে "কৃষক বন্ধু জৈব সার"

English Summary: WB Weather Update: Depression in the Bay of Bengal again, disaster is coming
Published on: 21 July 2021, 10:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)