বঙ্গোপসাগরে তৈরী হয়েছে নিম্নচাপ | এজন্য ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাত হবে। সেই সঙ্গেই উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে বাংলার উত্তরের এবং দক্ষিণের জেলাগুলোতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। শুক্রবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি।
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের জেরে ২৬ জুলাই নাগাদ দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাত হবে। সেই সঙ্গেই উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন -WB Weather Update: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ধেয়ে আসছে দুর্যোগ
কলকাতার আবহাওয়া(Kolkata’s weather):
বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে ৷ তাই সারাদিন আদ্রতাজনিত গরম অনুভূত হবে । কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস | সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ।
কোথায় কোথায় বৃষ্টিপাত হবে?
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
বৃহস্পতি এবং শুক্রবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বৃহস্পতিবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার রয়েছে উত্তরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে হওয়া এই বৃষ্টিপাত জারী থাকবে আগামী সপ্তাহ অবধি।
ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের ২৩ শে জুলাই একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আবার বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর ২৬ শে জুলাইও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে দুইবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে।
তাই, আবহাওয়া অফিস থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে | ২৩ শে জুলাইয়ের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে | আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য।
আরও পড়ুন -WBBSE 10TH Result 2021 update: ফল প্রকাশিত হলো মাধ্যমিকের, ৬৯৭ পেয়ে প্রথম ৭৯ জন