এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 17 April, 2023 3:47 PM IST
Weather Big Update: অবশেষে সবুজ সংকেত! বৃষ্টির পূর্বাভাস বঙ্গের এই ৫ জেলায়

অবশেষে স্বস্তির নিঃশ্বাস। বঙ্গের আকাশে কালো মেঘের আগমন। হাওয়া অফিস দিল সবুজ সংকেত। বৃষ্টি হতে পারে বঙ্গের ৫ জেলায়। চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। গরমের দাপটে অতিষ্ঠ বঙ্গ জনজীবন। তারমধ্যে এই বৃষ্টির খবর সাধারণ মানুষের কাছে বরের চেয়ে কম কিছু নয়।

আবহাওয়া অফিসের সুত্রের খবর এই সপ্তাহে উত্তরবঙ্গের ৫ টি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৫টি জেলা হল দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তবে এই ৫ টি জেলা ছাড়া বাকি জেলাগুলির কপাল পুড়বে তীব্র রোদে। মালদহ,উত্তর-দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। দু এক পশলা বৃষ্টি হবে দক্ষিণেও। মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বলা হয়েছে শুক্রবার থেকে কিছুটা কমতে পারে গরমের দাপট। এছাড়াও পরের সপ্তাহে কলকাতা এবং সংলগ্ন কিছু এলাকাতেও হতে পারে হালকা বৃষ্টি। আগামী শুক্রবার বাঁকুড়া, ঝাড়গ্রাম এই দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ  হিটস্ট্রোকে মৃত্যু ১১ জনের! ১২০ জন হসপিটালে, সরকারি অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনা

IMD-  এর রিপোর্ট অনুযায়ী , গত  ৬ দিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের অবস্থা বিরাজ করছে । গত ৪  দিন ধরে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের বেশিরভাগ জায়গায় গরম বাতাস বইছে।  ১৭  এবং  ১৮  এপ্রিল , ২০২৩- এ পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, আগামী  ৫  দিনের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায়  ২  ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ।

একইসঙ্গে আবহাওয়া অধিদফতরও বলছে,  আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এবং  ২-৪  ডিগ্রি সেলসিয়াস ক্রমান্বয়ে কমার সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুনঃ  তীব্র রোদে মাঠেই পুড়ে যাচ্ছে সব্জি! বাজারে দাম আকাশ ছোঁয়া

English Summary: Weather Big Update: Finally the green signal! Rain forecast in these 5 districts of Bengal
Published on: 17 April 2023, 03:47 IST