মৌসম বিভাগের (IMD) জারি করা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি ১৩ টি রাজ্য ভাসতে চলেছে প্রবল বৃষ্টিতে | পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির পাশাপাশি পশ্চিম রাজস্থান, গুজরাট, উত্তর ছত্তিশগড়, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, উত্তর ও দক্ষিণ কর্ণাটক, গোয়া, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ুর বেশ কিছু অংশে আগামী ৩-৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি (Heavy Rain) হবে৷ বজ্রবিদ্যুৎ সহ এই ভারী ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি|
কলকাতায় সেপ্টেম্বর মাসে বৃষ্টির ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া বৃষ্টি৷ কলকাতায় সোমবার এত বৃষ্টি হয়েছে যে ১৩ বছরে সেপ্টেম্বরে এত বৃষ্টি কখনও হয়নি৷ সোমবারের প্রবল বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলের নিচে৷
কেমন থাকছে আবহাওয়া?
মৌসম বিভাগের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ি বাংলার দক্ষিণভাগের সমস্ত জেলাতে মঙ্গলবার সকালেও বৃষ্টি থামবেনা ৷ গত ২৪ ঘণ্টায় ১৪২ মিমি বৃষ্টি হবে | ২০০৭-র ২৫ সেপ্টেম্বর কলকাতায় ১৭৪.৪ মিমি বৃষ্টি হয়েছিল | এদিকে ফের তৈরি হওয়া নিম্নচাপ (Low pressure) ঘণীভূত হতে ইতিমধ্যেই শুরু করেছে এবং তার জেরে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা ফের জারি হয়েছে |
এর পাশাপাশি উত্তরপ্রদেশের কানপুর, লখনউ, বারাবাঙ্কি, শ্রাবস্তী হমিরপুর এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কায় অ্যালার্ট জারি করেছে৷ আইএমডি সোমবার জানিয়েছে চক্রবর্তী বায়ু প্রবাহের কারণে ওড়িশাতে ২৬ সেপ্টেম্বর থেকে ফের প্রবল বৃষ্টি শুরু হবে৷
আরও পড়ুন - Weather update: গভীর নিম্নচাপের অবস্থান, আসছে প্রবল ঝড়-বৃষ্ট
আইএমডি বলেছে বর্তমানে দুরদরাজ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে | ২১ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশায় যা প্রভাব ফেলবে৷ বর্তমানে পূর্ব ও মধ্য এবং বঙ্গোপসাগরের খাঁড়িতে পূর্বোত্তর ক্ষেত্রে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ফের নিম্নচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে |আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে বাড়তে বাড়তে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে যার জেরে ফের প্রবল বৃষ্টি হবে |
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি, কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা।
এই দুয়ের প্রভাবেই রবিবার রাত থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু জায়গাতেও বৃষ্টির হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন - Weather Forecast - শহর কলকাতায় এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা