'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 13 September, 2021 10:31 AM IST
Weather update (image credit- Google)

ফের গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে চাঁদবালির কাছে ওড়িশার স্থলভাগে প্রবেশ করেছে। দিনভর মেঘলা আকাশ। হালকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সর্তকতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল কমবে বৃষ্টির পরিমাণ। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা ও উত্তর ছত্রিশগড় এর দিকে যাবে। আগামী ৪৮ ঘণ্টায় মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হবে।আরো একটি নিম্নচাপ রয়েছে রাজস্থান ও গুজরাত এলাকায়। এই দুটি নিম্নচাপকে সংযুক্ত করেছে মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে আজ ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছত্রিশগড় মহারাষ্ট্র কঙ্কন এবং গুজরাটে। আগামী দু-তিন দিন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় মূলত মেঘলা আকাশ। হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির দফায় দফায়। দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার।

আরও পড়ুন -West Bengal weather update: নিম্নচাপ সরেছে, রাজ্যের আবহাওয়ার ক্রমশ উন্নতি

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা দক্ষিন ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা উত্তর ২৪ পরগনা এবং হাওড়া জেলায়।ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।আগামীকাল মঙ্গলবারেও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আবহাওয়াবিদদের ধারণা।উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয়বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

গত কয়েকদিনে কলকাতায় ব্যাপক হারে বর্ষণ না হলেও, বিক্ষিপ্তভাবে বর্ষণ দেখা গিয়েছে কিছু জায়গায়। আপাতত কলকাতা ও তার আশপাশের জায়গায় আকাশ মেঘলা থাকবে। দু এক পশলা বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকবে ৩২.২ ডিগ্রি থেকে ২৬.৭ ডিগ্রির আশপাশে।

বাংলার বিভিন্ন প্রান্তে নিম্নচাপের জেরে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণে কলকাতা, উত্তর ২৪ পরগণা, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং পুরুলিয়ায় রয়েছে বজ্যবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি বাংলার উত্তরের সেভাবে ভারি বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আবহাওয়া শুস্কই থাকবে।

আরও পড়ুন - Weather Forecast - শহর কলকাতায় এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

English Summary: Weather update: Location of deep depression, heavy storm-rain coming
Published on: 13 September 2021, 10:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)