রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 1 January, 2022 12:46 PM IST
শীতেরও কি বিদায়! নতুন বছরে বৃষ্টির ভ্রুকুটি? কি বলছে আবহাওয়া অফিস?

 

শুরু নতুন বছর। স্বাভাবিকভাবেই নতুন বছরে আবহাওয়া নিয়ে মানুষের মনে রয়েছে প্রচুর আশঙ্কা। ডিসেম্বর মাসে ঠিক সেইভাবে শীত উপভোগ করতে পারেননি দেশবাসী। তাই এবার তাঁদের আশা জানুয়ারি মাসে। বছরের শুরু মানেই পিঠে পুলির উৎসব। আর এই উৎসবে যদি হাড় কাঁপানো শীত না হয় তাহলে আর মজা কোথায়। ডিসেম্বরে বেশ কয়েকদিন চরম শীত পড়লেও শেষে সেই বৃষ্টির সম্মুখীন হয়েই শেষ হল বছর।

আরও পড়ুনঃ  PM Kisan Yojana: বছরের প্রথম দিনেই ১০ কোটি কৃষকদের ঢুকবে টাকা, রইল বিস্তারিত

তবে বঙ্গবাসী শীত একেবারেই উপভোগ করেননি এমনটা নয়। ডিসেম্বরেই ছিল চলতি মরশুমের শীতলতম দিন। ২০ ডিসেম্বর ছিল সেই দিন।  কলকাতার তাপমাত্রা নামে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। আর তারপর বেশ কিছুদিন তাপমাত্রার পারদ ছিল কমের দিকেই। কিন্তু তারপরই আবার পশ্চিমা ঝঞ্জার প্রভাব। ফলে আবার বৃষ্টির মুখোমুখি বাংলা সহ বেশ কিছু রাজ্য।

আরও পড়ুনঃ  সচেতন না হলে তৃতীয় ঢেউ আসন্ন,২৪ ঘন্টায় কোভিডে আক্রন্ত প্রায় ২২ হাজার

শুরু নতুন বছরের। তাই সকলের প্রশ্ন আর কি শীত আসবে? নাকি ডিসেম্বরের হাত ধরে বছরের সঙ্গে সঙ্গে শীতেরও বিদায় হয়েছে। আবহাওয়া অফিস বলছে আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা নামবে বেশ। আর তারপরই আবারও পশ্চিমা ঝঞ্জার বাধা। আরও একটি শক্তিশালী পশ্চিমা ঝঞ্জা আসতে চলেছে। উত্তর পশ্চিম ভারতে এই ঝঞ্জার প্রভাব দেখা যাবে। আগামী ৪ তারিখেই এই ঝঞ্জার আগমন। শনিবার কলকাতায় তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর আগামী দু দিনও তাপমাত্রা এর কাছাকাছিই থাকবে।

English Summary: Weather update of new years new month
Published on: 01 January 2022, 12:46 IST