এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 11 January, 2022 10:20 AM IST
প্রতীকী ছবি

রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। রাত পোহালেই ফের প্রবল বৃষ্টির সম্মুখীন বাংলা। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ফের টানা বৃষ্টির সম্মুখীন রাজ্যের একাধিক জেলা। হাওয়া অফিসের খবর অনুযায়ী ১২ই জানুয়ারি থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত হবে টানা বৃষ্টি। অর্থাৎ রাত পোহালেই মঙ্গলবার থেকে ফের ভিজবে শহর।

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে বিশেষত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামে হতে পারে  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে আরও বাড়বে তাপমাত্রা। আগামী কাল শহর কলকাতায় আবহাওয়া থাকবে শুস্ক। বুধবার বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতার মাটি। তবে শুধু বৃষ্টি নয় শীতের আমেজে রয়েছে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও। উত্তরে বিশেষত দার্জিলিং এবং কালিম্পয়ে হতে পারে শিলাবৃষ্টি।

আরও পড়ুনঃ মেক্সিকান ঘাস চাষ করে হবে লক্ষ্মীলাভ, বিঘার পর বিঘা জমিতে কলকাতায় হচ্ছে এই চাষ

আগামীকাল থেকে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তাই বাংলার কৃষকদের আগে থেকে সতর্কবার্তা দিয়েছে নবান্ন। কৃষকদের আগে থেকেই থাকতে হবে প্রস্তুত। কারণ বৃষ্টি মানেই চাষের ক্ষতি। আর বিশেষত যারা এই সময় আলু চাষ করছেন তাঁদের জন্য যথেষ্ট চিন্তার বিষয় এই বৃষ্টি। এখন রবিশস্য এবং বোরো ধান চাষের সময় তাই জেলার ব্লকের কৃষি আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে নবান্নের তরফ থেকে। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে গঙ্গাসাগর মেলাতেও। তবে আবহাওয়া অফিসের মতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে মাঘে ফের শীতের আমেজ মিলতে পারে বঙ্গবাসীদের। এখন রাস্তা একটাই চাতক পাখির মত শীতের অপেক্ষা।

আরও পড়ুনঃ বন্যায় নষ্ট জমি, ভাসমান বাগানে সবজি চাষ করে তাক লাগালেন সুন্দরবনের চাষিরা

English Summary: Weather update railfall will happened from tomorrow nabanna aware farmers
Published on: 11 January 2022, 10:20 IST