নতুন বছরের শুরু থেকেই আবহাওয়ার তারতম্যের কারণে অতিষ্ঠ জন জীবন। জানুয়ারিতে আবহাওয়া ঠিক থাকলেও ফেব্রুয়ারি-মার্চ থেকে ভারতের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। ফেব্রুয়ারিতে তাপমাত্রা হটাত বাড়তে শুরু করে। আবার মার্চে অকালবর্ষণ। আবহাওয়ার এই তারতম্যের সবচেয়ে বেশি প্রভাব পড়ে কৃষি ক্ষেত্রে। আগামী কিছু মাসের মধ্যেই দেশে ঢুকবে বর্ষা।
এই বছর, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এবং বেসরকারী পূর্বাভাসকারী স্কাইমেট বর্ষা সম্পর্কিত একটি পূর্বাভাস জারি করেছে। পূর্বাভাস প্রকাশ করে, আইএমডি জানিয়েছে যে এই বছর ভারতে বর্ষা স্বাভাবিক থাকবে। এতে কৃষকদের স্বস্তি মিলবে এবং কৃষি উৎপাদনের দুশ্চিন্তা কমবে।
আরও পড়ুনঃ এবার মৌমাছির হূল বিক্রি হবে ৭০ লাখ টাকায়
আইএমডির তথ্য অনুযায়ী এই বছর জুন- সেপ্টেম্বর মাসেই বাড়বে বৃষ্টি। গড়ে ৯৬ শতাংশ বেশি বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। আবার উত্তরপশ্চিম ভারত, পশ্চিম মধ্য, এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ কমবে। জুন এবং সেপ্টেম্বর মাসে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে উষ্ণ জলের কারণে, এল নিনোর ঘটনা সারা বিশ্বের আবহাওয়ার ধরণকে প্রভাবিত করতে পারে।
আরও পড়ুনঃ সেঞ্চুরি হাঁকালো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা
স্বাভাবিক বা গড় বৃষ্টিপাত কৃষির জন্য স্বস্তির লক্ষণ হলেও কোনো কারণে বর্ষা দুর্বল হলে ফসলের উৎপাদন বৃদ্ধি ও সেচের মাধ্যমে কৃষকদের কৃত্রিম সম্পদের ওপর নির্ভর করতে হবে। দেশের প্রায় অর্ধেক কৃষি জমি সেচবিহীন, যেখানে সেচের আওতা কম। এসব এলাকার ধান, ভুট্টা, আখ, তুলা ও সয়াবিনের মতো ফসল জুন-সেপ্টেম্বর বৃষ্টির ওপর নির্ভরশীল।
Share your comments