উৎপল রায়,ময়নাগুড়িঃ প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন ময়নাগুড়িতে। সোমবার ময়নাগুড়ি'র চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের রথেরহাট এলাকায় প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হয়। চলতি মাসের ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপিত হয়। সোমবার ময়নাগুড়ি ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এদিন বিনামূল্যে প্রাণীদের ঔষধ ও ভ্যাকসিন প্রদান করা হয়। এছাড়াও সেরা বাছুর উৎপাদনকারী সহ বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। তুলে দেওয়া ঘাসের বীজ। আমন্ত্রিত অতিথিরা পশু পালন বিষয়ক বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন। এছাড়াও মুরগির ছানা বিতরন ও ২০জন উপভোক্তার মধ্যে ২০০টি মুরগির ছানা বিলি করা হয়।
আরও পড়ুনঃ তবে কি এবার মুরগিও এমএসপির আওতায় আসবে? কি বললেন পুরুষোত্তম রুপালা ?
এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা সৌমেন চ্যাটার্জি, ময়নাগুড়ি ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক কোন্দা মুর্মু, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মধ্যক্ষ অজয় মল্লিক, পঞ্চায়েত সমিতির সদস্য বিমলেন্দু চৌধুরী, ভলেন রায়, চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত প্রধান কাকলি বৈদ্য সহ প্রমুখ। এই বিষয়ে রানীরহাট মোড় এলাকার এক উপভোক্তা সীমা সরকার বলেন," আজকে ময়নাগুড়ি প্রাণী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে আমাকে ১০ টি মুরগির ছানা দেওয়া হল। এগুলি প্রতিপালন করে নিজেকে সাবলম্বী করতে পারবো।"
আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরি বৈঠক মমতার
Share your comments