
সমন্বিত সার প্রয়োগ পদ্ধতিতে (Integrated Nutrient Management) জীবানুসারের ব্যবহার অনুমোদিত।
মাটিতে গাছের খাদ্যের সরবরাহে জীবানুর অবদান অনেক। যেমন নাইট্রোজেন বন্ধনকারী জীবাণু, ফসফরাস দ্রবনকারী জীবাণু ইত্যাদি।
তেমনি পটাস দ্রবনকারী জীবাণু( K solubilsing bacteria) আজকাল চাষীদের কাছে অত্যন্ত পরিচিত।
ব্যসিলাস মিউসিলজেনসাস , ফ্যাচুরিয়া অরান্সিয়া ইত্যাদি জীবাণু কাদাকণার (clay particle)মধ্যে জমে থাকা অপ্রাপ্য ( non exchangeable ) পটাসকে দ্রবীভূত করে গাছের কাছে পৌঁছে দেয়। এতে গাছের বৃদ্ধি বাড়ে, দানা পুষ্ট হয়।
FCO-তে পটাস দ্রবনকারী জীবাণুর গুনমানতার নির্দিষ্ট কি কি উপাদান থাকা দরকার, তা বলা হয়েছে। নিয়মানুযায়ী, পটাস জীবাণুর CFU( colony forming unit) প্রতি গ্রাম carrier-এ কমপক্ষে এককোটি থাকা দরকার।
পরিতোষ ভট্যাচার্য
Share your comments