চিচিঙ্গা চাষীর স্বপ্নভঙ্গ! ঝিমিয়ে যাচ্ছে গাছ

চিচিঙ্গা চাষ করেছেন চূড়াভান্ডারের কৃষকরা।

Rupali Das
Rupali Das
চিচিঙ্গা চাষীর স্বপ্নভঙ্গ! ঝিমিয়ে যাচ্ছে গাছ

উৎপল রায়, জলপাইগুড়ি কৃষি জাগরণ: চিচিঙ্গা চাষ করেছেন চূড়াভান্ডারের কৃষকরা। গতবছর চিচিঙ্গা চাষ করে কিছুটা লাভবান হওয়ায় এবার আরও বেশি জমিতে চিচিঙ্গার চাষ করেন। তবে প্রতিকূল আবহাওয়ার ফলে কৃষকরা লাভের বদলে লোকসানের সম্মুখীন হচ্ছেন।

এবছর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ভাঙ্গারহাট এলাকার বিস্তীর্ণ জমিতে ব্যাপকহারে চিচিঙ্গা চাষ করেন কৃষকরা। গতবছর চিচিঙ্গার ভালো উৎপাদন হলেও বাজার না থাকায় লাভের মুখ দেখেননি কৃষকরা। তাই কিছুটা লাভের আশায় বেশকিছু কৃষক এবার আরও বেশি জমিতে চিচিঙ্গা চাষ করেন। তবে বৃষ্টির ফলে একদিকে যেমন উৎপাদন কম হয়েছে অন্যদিকে পোকার আক্রমণ ঠেকাতে প্রয়োগকৃত কীটনাশক কাজ না করায় ফলনও হচ্ছে কম।

এদিকে শিলাবৃষ্টি, ঝড় আর তাপমাত্রার তারতম্যের কারণে ফুলের স্বাভাবিক পরাগায়ন বাধাগ্রস্ত হওয়ায় চিচিঙ্গার উৎপাদন কম হয়েছে। এতে আশানুরুপ ফলন না পাওয়ায় লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। কৃষকরা বলছেন- চিচিঙ্গা চাষ করে লাভ তো দূরের কথা খরচের টাকা ওঠানোই কঠিন হয়ে যাবে।  কৃষক শ্যামল রায় বলেন, “গত মৌসুমে ২০টি জমিতে ২০ হাজার টাকা খরচে চিচিঙ্গা চাষ করে কয়েক হাজার টাকা লাভ হয়েছে

আরও পড়ুনঃ সাদা, হলুদ, গোলাপী, মিষ্টি আলু ফলিয়ে তাক লাগালেন ময়নাগুড়ির কৃষক অজিত

 

সেই লাভের আশায় এবছর একবিঘা জমিতে চিচিঙ্গা চাষ করেছেন। কিন্তু ফলন ভালো হয়নি। আরেক কৃষক হিদেশ্বর রায় বলেন, “অসময়ে বৃষ্টি শুরু হওয়ায় বেশিরভাগ চিচিঙ্গার গাছ মরে যাওয়ার মতো অবস্থা। গাছে ফুল আসার পর পোকার আক্রামণ ঠেকাতে বিষ প্রয়োগ করলেও সেগুলো কাজে আসেনি। এখন ফলন ভালো না হওয়ায় লাভের কোনো আশা নেই। কোনো রকমে খরচ ওঠাতে পারলেই হয়

আরও পড়ুনঃ চাকরি ছেড়ে গোলাপ চাষ করে বছরে ১৫ লাখ টাকা ইনকাম করছেন এই যুবক

 

Published On: 02 April 2023, 03:13 PM English Summary: Chichinga farmer's dream! The tree is drooping

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters