কৃষিজাগরন ডেস্কঃ সেপ্টেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। খরিফ ফসল বপন প্রায় শেষ। কৃষকরা এখন ভালো বৃষ্টির আশায় আছে যাতে তাদের ফসল ভালো হয়। রবি শস্য বপনের এখনও অনেক সময় বাকি। তাই কৃষকরা সেপ্টেম্বর মাসে কিছু ফসল চাষ করলে ভালো লাভ করতে পারেন।
দেশে ব্যাপক হারে সবজি চাষ হয়। এমন অনেক সবজি ভারতের বাজারে বিক্রি হয়, যা চাষ করে কৃষকরা ভালো লাভ করতে পারেন।এই প্রতিবেদনে আমরা সেই সব সবজির ফসলের কথা বলব যেগুলো সেপ্টেম্বর মাসে চাষ করে আপনি ভালো লাভ করতে পারবেন।
আরও পড়ুনঃ পাতা মোড়ক থেকে ধানকে রক্ষার সঠিক উপায়
ব্রকলি চাষ
বাঁধাকপির মতো দেখতে এই সবজিটির বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হওয়ায় বাজারে এর দাম ৫০ থেকে ১০০ টাকা কেজি সবসময় থাকে। নার্সারি মাধ্যমে এর চাষ করা হয়। এই ফসল ৬০ থেকে ৯০ দিনের মধ্যে প্রস্তুত হয়।
লঙ্কা চাষ
সারা বছরই বাজারে কাঁচা লঙ্কার চাহিদা থাকে। সেপ্টেম্বর মাস কাঁচা লঙ্কা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়। চাষ করে ভালো লাভ করা যায়। সেপ্টেম্বর মাসে এটি বপন করলে উচ্চ ফলনসহ ভালো লাভ পাওয়া যায়।
আরও পড়ুনঃ আগামী সপ্তাহে সকল কৃষককে এই গুরুত্বপূর্ণ কাজটি শেষ করতে হবে
পেঁপে চাষ
পেঁপে চাষ কৃষকদের জন্য সবচেয়ে বেশি লাভজনক, কারণ এর চাষে লোকসানের সম্ভাবনা কম, বেড পদ্ধতিতে চাষ করলে চাষিরা বেশি ফলন পাবেন।
ক্যাপসিকাম চাষ
ক্যাপসিকাম এমন একটি সবজি, যার চাহিদা ভারতের বাজারে সবসময়ই থাকে। সেপ্টেম্বর মাসে এই সবজির বপন প্রক্রিয়া শুরু করলে এর থেকে বেশি লাভ করা যায়।
Share your comments