
চাষের নিবিড়তা বৃদ্ধির সাথে সাথে জমিতে জৈব কার্বন, নাইট্রোজেন, ফসফেট ও পটাশের অভাব হচ্ছে আবার কোন কোন অঞ্চলে মাটিতে অনুখাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। এই ঘাটতি পূরণ করতে ধান চাষে জৈব সার ও সবুজসার অবশ্যই প্রয়োগ করা প্রয়োজন এতে যেমন রাসায়নিক সারের কার্যকারীতা বাড়ে সাথে সাথে কিছু অনুখাদ্যের ঘাটতিও পূরণ হয়।
(১) জৈব সার – জমি তৈরির সময় একর প্রতি ২ টন জৈব সার ভাল করে মাটির সাথে মিশিয়ে দেওয়া প্রয়োজন।
(২) রাসায়নিক সার –
আমন ধানে রাসায়নিক সার প্রযোগের জন্য নীচের যে কোন একটি সেট একর প্রতি কেজিতে প্রয়োগ করলে চলবে।
সার |
দেশী আমন |
জলদি আমন |
নাবি আমন |
এন পি কে |
২০ : ১০ : ১০ |
২৮ : ১২ : ১১ |
৩২ : ১৬ : ১৬ |
মূল সার, সেট – ১
সার (কেজি/একর) |
দেশী আমন |
জলদি আমন |
নাবি আমন |
ইউরিয়া |
১১.০০ |
১৩.০০ |
১৭.৫০ |
সিঙ্গল সুপার ফসফেট |
৬২.৫০ |
৭৫.০০ |
১০০.০০ |
মিউরেট অফ পটাশ |
১৬.৫০ |
২০.০০ |
২৬.৫০ |
মূল সার, সেট – ২
সার(কেজি/একর) |
দেশী আমন |
জলদি আমন |
নাবি আমন |
ইউরিয়া |
৩.০০ |
- |
৪.০০ |
ডি. এ. পি. |
২২.০০ |
২৬.০০ |
৩৪.৭৫ |
মিউরেট অফ পটাশ |
১৬.৫০ |
২০.০০ |
২৬.০০ |
মূল সার, সেট – ৩
সার (কেজি/একর) |
দেশী আমন |
জলদি আমন |
নাবি আমন |
ইউরিয়া |
২.৫০ |
১.৭৫ |
৩.৫০ |
ডি. এ. পি. (১৪-৩৫-১৪) |
২৮.৫০ |
৩৪.২৫ |
৪৫.৭৫ |
মিউরেট অফ পটাশ |
১০.০০ |
১২.০০ |
১৬.০০ |
প্রথম চাপান
সার (কেজি/একর) |
দেশী আমন |
জলদি আমন |
নাবি আমন |
ইউরিয়া (১৫ দিন পর) |
২২.২৫ |
২৬.৫০ |
৩৫.৫০ |
দ্বিতীয় চাপান
সার (কেজি/একর) |
দেশী আমন |
জলদি আমন |
নাবি আমন |
ইউরিয়া (থোর আসার মুখে) |
১১.০০ |
১৩.২৫ |
১৭.৫০ |
রুনা নাথ(runa@krihijagran.com)
Share your comments