আমন ধান চাষের মরশুমে উত্তর বঙ্গের নানা জেলায় কখনো অতিবৃষ্টি ও কখনও অনাবৃষ্টির দরুন ধানচাষে চাষিদের প্রভূত ক্ষতি হয়। প্রতিকূল পরিস্থিতিতে চাষিদের ক্ষতির হাত থেকে বাঁচাতে কৃষি দপ্তর নতুন ধান চাষ করতে উৎসাহ দিচ্ছে। আন্তর্জাতিক ধান্য গবেষণা কেন্দ্রের সহায়তায় তৈরী এই জাতগুলির মধ্যে বন্যা সহনশীল জাতগুলি হল – ‘বিনা – ১১’, বিনা – ১৭’ , ‘বি আর আর আই – ৭০’ ইত্যাদি।
রুনা নাথ।
Share your comments