বাড়ির ছাদে চাষ করুন চেরি,জেনে নিন সহজ পদ্ধতি

প্রায় বারো শ ধরনের চেরি আছে বিশ্বজুড়ে। এর মধ্যে খুব বেশি হলে মাত্র ২০ ধরনের চেরি বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এই মজার স্বাদের আর উপকারী ফলটির সঙ্গে মানুষের পরিচয়ের ইতিহাস লেখা আছে

Saikat Majumder
Saikat Majumder
চেরি ফুল

চেরি অত্যন্ত জনপ্রিয় একটি ফল। কিন্তু কেমন হবে এই ফল যদি আপনি আপনার ছাদ বাগানে একটা ছোট টবের মধ্যে পান! জেনে নিন কিভাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফলো করে আপনি আপনার ছোট্ট ছাদ বাগানেই চাষ করতে পারেন চেরি ফলের।

চেরি গাছ একটু বড় গাছ হয় তাই এর জন্য ১২ ইঞ্চির একটি টব বাছুন। কিংবা এর থেকে বড় আকারের কোন প্লাস্টিকের ড্রামে ও করতে পারেন। তবে সব সময় খেয়াল রাখতে হবে জল নিকাশি ব্যবস্থা যেন খুব ভালো থাকে।

মাটি প্রস্তুতি 

ছাদ বাগানে গাছ করার জন্য উপযুক্ত মাটি তৈরি করতে গেলে প্রথমেই যার প্রয়োজন হয় তা হল কোকো পিট। বাগানের মাটির সঙ্গে কোকোপিট, নিম খোল এবং গোবর সার ভাল করে মিশিয়ে নিয়ে মাটি প্রস্তুত করে রাখুন।

আরও পড়ুনঃ বিলিম্বি এ দেশের হারিয়ে যেতে বসা এক অপ্রচলিত দেশি ফল

সেচ

এটি পানির বেশ চাহিদা, প্রতি বছর প্রায় 1200 মিমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। সুতরাং, এটি ঘন ঘন তবে অতিক্রম ছাড়াই জল সরবরাহ করা উচিত, গ্রীষ্মকালে সপ্তাহে প্রায় 3-4 বার, এবং বছরের বাকি সপ্তাহে ১-২ বার। যদি শরত্কালে এবং / বা শীতকালে নিয়মিত বৃষ্টি হয় তবে আমাদের পক্ষে প্রায়শই জল দেওয়া দরকার হবে না।

সার প্রয়োগ

গাছে সময় মতো চার দেওয়া অতন্ত্য জরুরি | নাহলে, এই গাছের বৃদ্ধি সঠিকভাবে হবেনা | এই গাছের স্যারের জন্য কিছুটা কম্পোস্ট, কিছুটা হার গুঁড়ো এবং তার সাথে কলার খোসার গুঁড়ো দিতে হবে | এখানে কলার খোসার গুঁড়ো পটাসিয়াম হিসাবে কাজ করবে | হারের গুঁড়ো থেকে চেরি গাছ ফসফরাস পেয়ে যাবে | মাথায় রাখতে হবে, সার প্রয়োগের সময় নাইট্রোজেনের পরিমান যেন কম থাকে নাহলে গাছে ফুল আসবেনা | ১০ দিন ছাড়া ছাড়া সর্ষের খোল পচা তরল সার হিসাবে প্রয়োগ করা যেতে পারে |

রোগ ও প্রতিকার 

এই গাছে পিঁপড়ের আক্রমণ হয় এবং অনেক পোকারও আক্রমণ হয়ে থাকে | তাই পোকার হাত থেকে বাঁচতে লাল লঙ্কা গুঁড়ো ও কয়েক টুকরো রসুন একদিন রাতে ভিজিয়ে পরেরদিন সেটি গাছের মধ্যে স্প্রে করতে হবে | বাগানের গাছ সুস্থ থাকার জন্য ১৫ দিন ছাড়া ছাড়া পেস্টিসাইড বা নিম তেল ব্যবহার করা বাঞ্চনীয় |

আরও পড়ুনঃ গোলাপজাম একটি লুপ্ত প্রায় ফল,খেতে এবং দেখতে কেমন এই ফল দেখে নিন একঝলক

এই গাছ জল ভালোবাসে তবে কখনোই গাছের গোড়ায় যেন জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের গোড়া সর্বদা পরিস্কার রাখতে হবে। আগাছা না হয় সেদিকে খেয়াল রাখুন। এইভাবে নিয়ম মেনে স্টেপ বাই স্টেপ চাষ করতে পারলে আপনার ছাদ বাগানে খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে চেরি ফল।

Published On: 02 February 2022, 01:55 PM English Summary: Grow cherries on the roof of the house, learn the easy way

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters