হরিয়ানা সরকার পশুপালন ও দুগ্ধ উন্নয়নে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। হরিয়ানা সরকার ও ইজরায়েলের মধ্যে পশুপালন ও দুগ্ধ উন্নয়নের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হরিয়ানা সরকার দুধের উৎপাদন বৃদ্ধি করতে চায়। তাই ইজরায়েল সরকারের সহায়তায় দুধ কেন্দ্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই চুক্তি। ইজরায়েলের নতুন কৌশল দুগ্ধের উত্পাদন বাড়াতে ব্যবহার করা হবে। মূল বিষয় হল মুরা জাতের মহিষের ক্ষেত্রে হরিয়ানা অগ্রবর্তী।

হরিয়ানার হিসারে সুনির্দিষ্ট কেন্দ্র স্থাপনের জন্য কৃষি উন্নয়ন যোজনার আওতায় কেন্দ্রীয় সরকার শতভাগ তহবিল সরবরাহ করবে। বিশেষজ্ঞদের মতে, অনুমান করা হয়, এই প্রকল্পের প্রারম্ভিক পরিমাণ ৯৮ কোটি টাকা। এই চুক্তির সম্মতিতে হরিয়ানার পশুপালন ও দুগ্ধ উন্নয়ন বিভাগের প্রধান সচিব মহাবীর সিং এবং ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইডির অপারেশন এজেন্সির উপ-প্রধান আইয়াল ফালাস স্বাক্ষর করেছিলেন।
স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)
Share your comments