উৎপল রায়, জলপাইগুড়ি, কৃষি জাগরণ: শীতকালীন সবজির পাশাপাশি ধনেপাতার চাষ করে অধিক টাকা লাভবান হয়েছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাশিলাডাঙ্গার কৃষক মহেশ রায়। তিনি এবছর কয়েক কাঠা জমিতে ধনেপাতার চাষ করেছেন। তার ধনেপাতা চাষ করতে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে।
তিনি প্রথম দিকে প্রায় ৭০ হাজার টাকা লাভ করেছেন এই ধনেপাতা চাষ করে। মহেশ রায় বলেন, আগাম ধনেপাতা চাষ করলে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য প্লাস্টিক ব্যবহার করতে হয়, সেকারণে খরচ বেশি পরিমাণ হয়। বর্তমানে এখন ধনেপাতা চাষ করলে প্লাস্টিক ব্যবহার করতে হয় না সে কারণে খরচ কম হয়। এই সময় লাভ বেশি পাওয়া যায়।
আরও পড়ুনঃ শীতকালীন ফুলের চারা গাছ বিক্রি করে সাফল্যের মুখ দেখছেন জলপাইগুড়ির দু-ভাই
তিনি জৈব সার এবং অল্প পরিমাণ রাসায়নিক সার দিয়ে ধনেপাতার চাষ করেছেন। বীজ বপনের ৩০ থেকে ৩৫ দিন পর পাতা সংগ্রহ শুরু করা যায়। পরবর্তী সময়ে মাসখানেক ধরে এ সংগ্রহ চালিয়ে যাওয়া যায়। এতে ১ শতক জমিতে ১৫ থেকে ২০ কেজি পাতা পাওয়া যায়। আবার বীজ সংগ্রহের জন্য গাছ রেখে দিলে এবং বীজ যখন সম্পূর্ণভাবে পাকে কিন্তু গাছ প্রায় সবুজ থাকে তখন বীজ সংগ্রহ করলে ৮ থেকে ১০ কেজি বীজ পাওয়া যায়।
Share your comments