
লিচুর বংশধর র্যাম্বটুন এর পরীক্ষামূলক ভাবে চাষ শুরু হল। গত দুবছর ধরে বিধান চন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়ে এই ফলটি নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। লিচুর স্বাদ পেতে বিকল্প হিসাবে আপনারা এই র্যাম্বটুন চেখে দেখতেই পারেন। বিশ্ব বিদ্যালয়ের প্রদর্শন ক্ষেত্রে নতুন ধরনের এই ফলটির চারা লাগানো হয়েছে। র্যাম্বটুন মূলত থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমারে পাওয়া যায়। সম্প্রতি দক্ষিন ভারত ও বাংলাদেশে এই ফলটির চাষ শুরু হয়েছে যা উদ্বুদ্ধ করেছে আমাদের কৃষি বিশ্ব বিদ্যালয়ের বিজ্ঞানীদের। অনেকের কাছে “হেয়ারি লিচি” বলেও পরিচিত এই ফলটি। ফলটির খোসার ওপরের দিকটা কাঁকরোলের মত দেখতে কিন্তু ভেতরে শাঁস একেবারে লিচুর মতো। লিচু খুব সংবেদনশীল ফল হওয়ায় আবহাওয়ার তারতম্য লিচু উৎপাদনে প্রভাব ফেলে, ফলে লিচুর বিকল্প হিসাবে র্যাম্বটুন-এর কথা ভাবা যেতেই পারে - এমনই মনে করেছেন বিজ্ঞানীরা।
- Sushmita Kundu
Share your comments