
আগামী রবি মরশুম নানা সবজির জন্য আদর্শ। কিন্তু আমাদের রাজ্যে সবজি চাষে একটি সিংহভাগ খরচ হয় আগাছা নিয়ন্ত্রণে আর জলসেচ-এ। আবার নানা শোষক-পোকা আক্রমণে ভাইরাস-জনিত রোগেও চাষিরা জেরবার। আর এসব সমস্যা সমাধান করে সবজি থেকে আয় দ্বিগুণ করতে এসে গেছে 'সিল্পোলিনের পলি-মাল্চ'। জমিতে বোনা বা চারা রোয়ার আগে বেড বা চওড়া ভেলি তৈরি করে তার উপর পলি-মাল্চ এর আচ্ছাদন দিয়ে ফসলের নিচের অংশের মাটি ঢেকে দিলে –
1) আগাছা জন্মাতে পারবে না। নিড়ানির খরচ পুরো বাঁচবে।
2) সেচের খরচ প্রায় 70% কম হবে।
3) শোষক পোকামাকড় কে এই মাল্চ বিকর্ষণ করার ফলে রোগ-পোকার আক্রমণ অনেক কম হবে। আর
4) Natural Resource এর যথাযথ ব্যবহারে ফলন বাড়বে দ্বিগুণ।

সিল্পোলিন দুরকম পুরু মাল্চ বাজারে গ্যারান্টি সহ উপলব্ধ করাচ্ছে। এই মাল্চ 400 মিটার লম্বা বান্ডিলে গোটানো ও চওড়ায় 1 মিটার ও 1.2 মিটার দুরকম ফসলের ব্যবধান অনুযায়ী আছে। পুরু হিসাবে 20 ও 30 মিইক্রনের মাল্চ রয়েছে যাতে যথাক্রমে 6 মাস ওএক বছরের গ্যারান্টি আছে।
আরও জানতে পড়ুন কৃষি জাগরণ।
-রুনা নাথ
Share your comments