প্রবল তাপপ্রবাহ! ধানে চিটা রোগ, দেওয়া হল বিশেষ কৃষি পরামর্শ

বঙ্গে শুরু হয়েছে গরমের ইনিংস। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় চলছে তাপপ্রবাহ।

Rupali Das
Rupali Das
প্রবল তাপপ্রবাহ! ধানে চিটা রোগ, দেওয়া হল বিশেষ কৃষি পরামর্শ

বঙ্গে শুরু হয়েছে গরমের ইনিংস। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় চলছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিন আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। এই অবস্থায় কৃষকদের ফসল রক্ষার ক্ষেত্রে দেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। এই তীব্র গরমে ফসলের উৎপাদনের ক্ষেত্রে আমূল পরিবর্তন হতে পারে। তাই কোন কোন বিষয়ে নজর দেবেন আসুন দেখে নেওয়া যাক।

বোরো ধানের জমিতে জল ধরে রাখা এখন অত্যন্ত্য প্রয়োজনীয়। পাশাপাশি যতদিননা ধানের শিসে দানা শক্ত হচ্ছে ততদিন ২-৩ ইঞ্চি জল দাঁড়িয়ে থাকে সেদিকে নজর দিতে হবে। এছাড়াও অতিরিক্ত তাপমাত্রা হলে ধানে চিটা রোগের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রেও মোক্ষম ওষুধ জল। জল দিয়ে তাপমাত্রা কমিয়ে আনার চেষ্টা করুন। এমওপি সার ব্যবহার করতে পারেন। ১০ লিটার জলে ১০০ গ্রাম এমওপি মিশিয়ে ৫ শতাংশ হিসেবে জমিতে স্প্রে করুন।

তবে ধানে যদি ফুল চলে আসে সেক্ষেত্রে বিকেলের দিকে বালাইনাশক স্প্রে করুন। এছাড়াও এই সময় আমের গতি প্রকৃতি বৃদ্ধি পায়। তাই এই গরমে গাছের গোঁড়ায় জল দিন সঙ্গে পাতাগুলিতেও জল স্প্রে করতে পারেন।

আরও পড়ুনঃ  দাম আর ফলন কম হওয়ায় খরচ তুলতে হিমশিম বেগুন চাষীর

সবজির জমির ক্ষেত্রে আগে মাটির ধরন বুঝুন। এরপর সেই বুঝে ২ থেকে ৩টি সেচের ব্যবস্থা করতে পারেন। এই প্রবল গরমের সময় যদি ফসলের দেখভাল ঠিক মত হয় তবেই আপনার ফলনে তার প্রতিফলন হবে। আগামী ১০ থেকে ১৮ই এপ্রিল বঙ্গে বইবে তাপপ্রবাহ। তাই বিভিন্ন কৃষি দফতর থেকে দেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। তবে ২০ই এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  ব্রহ্মপুত্রের চরে বিপুল তরমুজ চাষ! চাষিদের জীবনে এবার পরিবর্তন নাকি ইতিহাসের প্রত্যাবর্তন

Published On: 11 April 2023, 11:59 AM English Summary: Strong heat wave! Leopard disease in rice, special agronomic advice given

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters