
Tinospora Cordifolia হলো একপ্রকার ভেষজ উদ্ভিদ, যাকে দক্ষিণ ভারতীয় ভাষায় টিপ্পা টিগা বা অমৃতাভাল্লিও বলে, এই ভেষজ সাধারণত জ্বর, মধুমেহ, মূত্রনালি সংক্রান্ত রোগ, রক্তাল্পতা, জন্ডিস, অ্যাজমা, ও হৃদ যন্ত্রের বিকলতা সংক্রান্ত রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এটি অনাক্রম্যতা বৃদ্ধিকারী ভেষজ হিসাবেও অধিক পরিচিত, যা শরীরের রোগপ্রতিরোধক ক্ষমতায় স্বয়ংক্রিয়তা আনে। এই টিপ্পা টিগার নির্যাস আহরণের এক বিশেষ পদ্ধতি আছে, এই আহরিত নির্যাসকে বলে ‘গুড়ুচি সত্ত্ব’, যা জ্বর বা সাধারণ রোগভোগে বিশেষ উপকারি। এই বিশেষ জড়িবুটিতে যে Phyto Chemical থাকে তা অত্যন্ত সমৃদ্ধ Anti oxident. এর আঘাত উপশমের বৈশিষ্ট্য ও Viral অনাক্রম্যতা বৈশিষ্ট্য ও রয়েছে। এই ভেষজে যে উপক্ষার সমূহ পাওয়া যায় সেগুলো হল- Berberine, Choline, Tembetarine, Magnoflorine, Tinosporin, Palmetine, Isocolumbin, Aporphine ইত্যাদি, তাছাড়া Cordioside, Cordifolioside, Preganane ইত্যাদি গ্লাইকোসাইডস্ ও Beta-sitosterol, Delta-Sitosterol, 20Beta Hydroxyecdysone ইত্যাদি প্রকৃতির স্টেরয়েডস্ ও বর্তমান, তাছাড়া এতে প্রচুর পরিমাণে Sesquiterpenoids ও রয়েছে, সুতরাং টিপ্পাটিগার ভেষজগুণ যে ব্যাপক তা সহজেই অনুমেয়, এই ভেষজ জড়িবুটি মধুমেহ রোগের পক্ষে খুব উপাদেয় কিন্তু ব্যবহারে কিছু বিধিনিষেধ আছে, এই আয়ুর্বেদিক ভেষজ গ্রহণ করলে অন্য কোনো ঔষধ গ্রহণ করা যায় না, গর্ভধারণ কালে সম্পূর্ণ ডাক্তারি পরামর্শে এই ঔষধ গ্রহণ করতে হয়, তাই সঠিক মাত্রায় এই ঔষধ গ্রহণ করতে হয়, তাই সঠিক মাত্রায় ব্যবহার করলে আঁখেরে শরীরের লাভ খুব বেশী।
- প্রদীপ পাল
Share your comments