গতানুগতিক কৃষিকাজের সঙ্গে বর্তমানে অনেকেই কৃষি ব্যবসার দিকে ঝুঁকছেন। এই কৃষি ব্যাবসা গুলির সঙ্গে যুক্ত হয়ে প্রচুর কৃষক লাভের মুখ দেখছেন। এমন কিছু কৃষি ব্যবসা আছে যেখানে কৃষকদের অনেক কম বিনিয়োগ করতে হয় এবং সঠিক পদ্ধতিতে এই ব্যবসা করলে অনেক মুনাফাও হয়।
কৃষি ব্যবসার তালিকায় প্রথমেই রয়েছে দুগ্ধ উৎপাদনের কাজ। আপনি যদি গ্রামে থাকেন এবং আপনার কাছে যদি বেশি জমি থাকে তাহলে আপনি গরু পালনের ব্যবসা শুরু করতে পারেন। দুগ্ধ উৎপাদনের কাজ শুরু করলে প্রচুর মুনাফাও হয়। বিগত ৯ বছরে আমাদের দেশে দুগ্ধ উৎপাদন ৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদি আপনি ভালো জাতের গরু কিনে এনে ব্যবসা শুরু করেন তাহলে দেখতে পাবেন আয়ের দিশা। গিরি গরু, লাল সিন্ধি এই জাতের গরুগুলি প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ লিটার দুধ দেয়।
আরও পড়ুনঃ এই তিন জাতের গরুকে একটু যত্ন নিলেই মিলবে ৫০ লিটার দুধ
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মৎস্যপালন। ঐতিহ্যবাহী পুকুরের মাছ চাষ ছেড়ে এখন অনেকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়েছে। এর জন্য পাওয়া যায় সরকারি সুবিধাও। আপনি চাইলে ট্যাঙ্ক নিয়ে আধুনিক পদ্ধতিতেও মাছ চাষ করতে পারেন।
আরও পড়ুনঃ মিয়াজাকি আম চাষের সঠিক পদ্ধতি! চারা কোথায় পাবেন? রইল বিস্তারিত
মধু পালনের কাজ করে বর্তমানে বহু কৃষক স্বচ্ছল জীবন যাপন করছেন। মৌমাছি পালনে সুধু মধু থেকেই উপার্জন হবে এমন নয়। এর মোম, পরাগ, প্রোপেলিস, রাজকীয় জেলি এবং বিষের মাধ্যমেও প্রচুর আয় করতে পারেন।
বর্তমানে ফুলের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। এই চাষের সবচেয়ে বড় দিক হল ফুল চাষ করে ফুলের দাম ভালো পায় চাষিরা পাশাপাশি ফুলের ফলন অন্যান্য চাষের থেকে অনেক বেশি হয়। একবার ফুলের চারা লাগালে তার থেকে তিন থেকে চার বার ফলন পায় কৃষকরা।
Share your comments