বর্তমান সময়ে যুবসমাজের আসক্তি মুঠো ফোন। এই মুঠো ফোনের মাধ্যমেই কেউ ক্লাস করছে তো কেউ নিজ প্রতিভা ফুটিয়ে তুলছে। সম্প্রতি ইউটিউব দেখে আবাক কাণ্ড ঘটিয়েছেন অশোকনগরের যুবক। যা দেখে অশোক নগরবাসী চমকে গিয়েছেন। অশোকনগরের যুবক মৈনাক মণ্ডল ইউটিউব দেখে ছাদের টবে কমলা চাষ করেছেন। চিনির মত কমলা চাষ করে বিপুল আয়ের আধিকারি হয়েছেন ওই যুবক। কমলা চাষে বিপুল আয় হতেই মৈনাক মণ্ডল ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে মন দিয়েছে কমলা চাষে।
অনেকেই হয়তো শখ করে বাড়ির ছাদে কমলা লেবুর চাষ করেছেন। কিন্তু কোনো ভাবেই মিষ্টি কমলা তৈরি করতে পারেননি। কিন্তু ইঞ্জিনিয়ার যুবক ইউটিউব দেখে নিজ বুদ্ধি কাজে লাগিয়ে চাষ করে অবাক করে দিয়েছেন অশোকনগর বাসীদের। সমতলের কমলালেবু গাছের ফলন দেখার জন্য দূরদূরান্ত থেকে আসছেন মানুষজন।
সাড়ে চার কাঠা জমিতে এই কমলালেবু চাষ করছেন। বর্তমানে গাছ গুলিতে ফলে ভরে গিয়েছে। জানা গিয়েছে মাত্র আড়াই বছর আগে কমলা লেবুর চাষ শুরু করে ছিলেন মৈনাক মণ্ডল ও তাঁর পরিবার। কিন্তু গত দু বছর কমলার ফলন ভালো না হলেও এই বছর কিন্তু গাছের কোনো অংশই বাদ নেই। প্রত্যেক অংশ ফল ধরেছে। মণ্ডল পরিবারের দাবী এই ধরনের চাষে সরকারের সাহায্য খুব জরুরী। সরকার যদি সহযোগিতা করে তাহলে এই মাটিতেই ভালো ফসল উৎপাদন সম্ভব। শীতের মরশুমে অশোকনগরের মূল আকর্ষণ মণ্ডল পরিবারের কমলালেবু।
Share your comments