কৃষিজাগরন ডেস্কঃ আলু শীতকালীন অর্থকরী ফসল। আলুর বৈচিত্র্যময় চাহিদা এবং অত্যন্ত লাভজনক চাষ হওয়ার কারণে কৃষকেরা এই চাষে বিশেষ আগ্রহী ও যত্নশীল। আলু চাযে লাভ আরো বাড়ানোর লক্ষ্যে বৈজ্ঞানিক প্রযুক্তিগুলির আরো যথাযথ ভাবে প্রয়োগ করতে হবে।
আলু বসানোর সময় (Planting Time Of Potato)
নভেম্বর মাসের শুরু থেকে ডিসেম্বরের মাঝামাঝি। যত দেরি হবে ফলনে তার প্রভাব পরবে।
সারি থেকে সারির দূরত্ব : ৫০ সেমি
আলু থেকে আলু: ২০ সেমি
আলু বসানোর সময় আলুর চোখ উপরের দিকে না রেখে পাশের দিকে রেখে বসাতে হয়। খেয়াল রাখতে হবে, প্রয়োজনীয় সার মাটির সাথে মেশানোর ২-৩ দিন পর আলু বসাতে হবে।
সার প্রয়োগ (Fertilizer)
আলুতে সুষম পুষ্টি মৌল যথাযখ হারে প্রয়োগ না করলে ফলন যেমন মার খাবে পাশাপাশি বিভিন্ন রোগের উপদ্রব বাড়বে। বিঘা প্রতি ১০ কুইঃ গোবর সার, প্রথম চাষের সময় প্রয়োগ করতে হবে। এছাড়া ১ কেজি করে পি. এস.বি. ও অ্যাজোটোব্যাক্টর ২৫ কেজি জৈবসারের সঙ্গে ৫ দিন আগে থেকে মিশিয়ে রেখে আলু বসানোর আগে দিলে ভালো। এছাড়া
অনুখাদ্য হিসেবে ৩ কেজি জিঙ্ক সালফেট এবং ১.৫ কেজি বোরাক্স ব্যবহার করা যায়। অনেক সময় শেষের দিকে অনুখাদ্য স্প্রে করা হয়, সেক্ষেত্রে ৩ গ্রাম বোরন ও ৪ গ্রাম চিলেটেড জিঙ্ক ১৫ লিটার জলে মিশিয়ে ২০ দিন অন্তর ব্যবহার করা যায়। নিচে ১ বিঘা (৩৩ শতক) জমির জন্য প্রয়োজনীয় সারের হিসাব দেওয়া হলো। যদিও বেশিরভাগ ভাগ কৃষক বন্ধুরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি সার প্রয়োগ করে থাকেন । এতে খরচ যেমন বাড়ে মাটির ক্ষতিও হয় প্রচুর।
নীচে, ৩ টে আলাদা আলাদা সারের হিসেব দেওয়া হলো। যে কোনো একটা ব্যবহার করুন সুবিধা অনুযায়ী।
সার |
মোট সার(কেজি) |
মূল সার |
১ ম চাপান |
২ য় চাপান |
ক
ইউরিয়া
সিঙ্গেল সুপার ফসফেট
মিউরেট অফ পটাশ |
৬০
১২৫
৩৩ |
২০
১২৫
১১ |
২০
১১ |
২০
১১ |
খ
ইউরিয়া |
৪২.৫ |
২.৫ |
২০ |
২০ |
ডি.এ.পি |
৪৪ |
৪৪ |
|
|
মিউরেট অফ পটাশ |
৩৩ |
১১ |
১১ | ১১ |
সালফার |
২.৫ | ২.৫ |
গ
ইউরিয়া |
৫৫ |
১৫ | ২০ | ২০ |
১০:২৬:২৬ |
২৬ | ২৬ | ||
সিঙ্গেল সুপার ফসফেট |
৮৫ | ৮৫ | ||
মিউরেট অফ পটাশ |
২২ | ১১ | ১১ |
আরও পড়ুন - উন্নত পদ্ধতিতে বাড়ির টবে লঙ্কা চাষ (Chilli Cultivation)
Share your comments