কৃষিজাগরন ডেস্কঃ মাছ চাষের নতুন কৌশলের মধ্যে মিশ্র মাছ চাষ খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এ কৌশল অবলম্বন করে কৃষকরা ৫ গুণ বেশি মাছ উৎপাদন করতে পারবেন। এতে পুকুরে বিভিন্ন মাছ পালন করা হয়। পুকুরে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকতে হবে। সঠিক পরিমাণে খাবারের অভাবে মাছের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।
পুকুরে জল বের হওয়ার ব্যবস্থা সঠিক হতে হবে। বৃষ্টির জল যাতে মাছের কোনো ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখতে হবে কৃষকদের। মনে রাখবেন বাইরের মাছ যেন পুকুরের ভিতরে ঢুকতে না পারে এবং পুকুরের মাছ বাইরে যেতে না পারে।
আরও পড়ুনঃ আপনি কি কখনও 10 কোটি টাকার মহিষ দেখেছেন?
এই পদ্ধতিতে কাতলা, রুই ও মৃগালের মত মাছ এবং সিলভার কার্প, মত বিদেশী কার্প মাছ একত্রে পালন করা কৃষকদের জন্য খুবই লাভজনক হতে পারে।
মিশ্র মাছ চাষের সময় পুকুরের জল ক্ষারীয় রাখুন। এটি মাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে প্রমাণিত হতে পারে। এই সময়, মনে রাখবেন যে জলের pH মান ৭.৫ থেকে ৮ হওয়া উচিত। এসব মাছকে খাবার হিসেবে চালের কুঁড়া ও সরিষার তেল দেওয়া যেতে পারে। এর খাদ্য হিসাবে করাত দেওয়া মাছের বিকাশের জন্যও খুব উপকারী।
আরও পড়ুনঃ শীতকালে গবাদি পশুর যত্ন নেবেন কিভাবে?
মিশ্র মাছ চাষের মাধ্যমে বছরে দুইবার পুকুরে উৎপাদন করা যায়। 1 একরে মাছ চাষের মাধ্যমে 16 থেকে 20 বছর পর্যন্ত উৎপাদন পাওয়া যায়। এতে প্রতি বছর কৃষক ৫ থেকে ৮ লাখ টাকা আয় করতে পারে।
Share your comments