কৃষিজাগরন ডেস্কঃ বৃহস্পতিবার থেকে বিহারের রাজধানী পাটনায় বিহার ডেইরি অ্যান্ড ক্যাটল এক্সপো ২০২৩-এর তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই মেলায় দুগ্ধ ও পশুপালন সংশ্লিষ্ট ডজন খানেক প্রতিষ্ঠানের স্টল স্থাপন করা হয়েছে। অন্যদিকে এই মেলার কেন্দ্রবিন্দু এখন একটি মহিষ। এখন তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই মহিষটির দাম ১০ কোটি টাকা। হরিয়ানা থেকে পাটনায় পৌঁছেছে মহিষ গোলু-২।মহিষটি দুগ্ধ খামারের একটি এসি রুমে থাকে। খাওয়ার পাশাপাশি গোলু প্রতিদিন পাঁচ কেজি আপেল, পাঁচ কেজি ছোলা এবং কুড়ি কেজি দুধ পান করে। প্রতিদিন দু'জন ব্যক্তি তাকে ম্যাসাজের কাজ করেন। হরিয়ানার এক কৃষক এ তথ্য জানিয়েছেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী গোলু নামের এই মহিষটিকে হরিয়ানা থেকে পাটনায় আনা হয়েছে। এই মহিষটি মুরাহ জাতের।মহিষটির দাম প্রায় ১০ কোটি টাকা বলে জানান মহিষটির মালিক। এ জন্য মহিষের মালিক নরেন্দ্র সিং রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রীও পেয়েছেন। এই মহিষ প্রজননের জন্য ব্যবহৃত হয়। ১০ কোটি টাকার মহিষের মালিক নরেন্দ্র সিং জানিয়েছেন যে তিনি প্রতিদিন মহিষকে সাধারণ সাধারন খাবার খাওয়ান। মহিষের পেছনে প্রতি মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। মূল্যবান এই মহিষটি ইতোমধ্যে অনেক কৃষক মেলায় এসেছেন।
আরও পড়ুনঃ এভাবে হাঁস পালন শুরু করুন, কম খরচে দ্বিগুণ লাভ পাবেন, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি
গোলু-২ তার পরিবারের তৃতীয় প্রজন্ম
কৃষক জানান, ৬ বছর বয়সী মহিষ গোলু-২ তার পরিবারের তৃতীয় প্রজন্ম। তার দাদা প্রথম প্রজন্মের, যার নাম ছিল গোলু। তার ছেলে BC 448-1 কে বলা হত গোলু-1। এই গোলুর নাতি, যার নাম রাখা হয়েছে গোলু-২। খামারি বলেন- আমাদের চেষ্টা সারাদেশের খামারিরা এ ধরনের মহিষ থেকে উপকৃত হতে পারেন। এখন সোশ্যাল মিডিয়ায় এই মহিষ নিয়ে তুমুল আলোচনা চলছে।
আরও পড়ুনঃ খামারিদের কোটিপতি বানাবে আটশো লিটার দুধ দেওয়া এই গরু
Share your comments