কৃষিজাগরন ডেস্কঃ রাজ্যে মাছের উৎপাদন এবার ছাড়িয়ে গেল লক্ষ্যমাত্রকে। চলতি বছরে মৎস্য দফতরের রির্পোটে বলা হয়েছে যে, নির্ধারিত লক্ষ্যমাত্র ছাড়িয়ে এবার রাজ্যে বাড়তি ৬হাজার মেট্রেক টন মাছ উৎপাদন হয়েছে।তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে উৎপাদনের পরিমান আরও বাড়ত বলে মনে করা হচ্ছে।
গত বছর ঘূর্ণিঝড় যশের কারণে উপকূলবর্তী জেলায় মাছের ভেরি, পুকুর ভেসে গিয়েছিল। সেই কারনে মাছ চাষিদের অনেক ক্ষতি হয়েছে।মাছ উৎপাদনেও এর প্রভাব পরেছে বলে মনে করছে মৎস দফতর। চলতি আর্থিক বছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়েছে মৎস্য দপ্তর। এবার এখনও বড় রকমের কোনও প্রাকৃতিক বিপর্যয় ঘটেনি। ফলে মনে করা হচ্ছে, এবার মাছ চাষীর আরও বেশি পরিমানে মাছ উৎপাদন করতে পারবে ।
আরও পড়ুনঃ মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করলে মাছ চাষীরা লাখ লাখ টাকা আয় করতে পারবেন
মাছ উৎপাদনে প্রথম সারিতে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা । ২০২১-’২২ সালে রাজ্যে ১৮ লক্ষ ২৬ হাজার ৭৩৫ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। বছর শেষে দেখা যাচ্ছে, মাছ উঠেছে ১৮ লক্ষ ৪২ হাজার ৯৩৩ মেট্রিক টন। প্রতি বছরের মতো এবারও সর্বাধিক মাছ উঠেছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় তিন লক্ষ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলি এবং মুর্শিদাবাদে এক লক্ষ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ পুলিশ প্রশাসনের আড়ালেই চলছে অবৈধ মৎস্য হত্যা
চলতি অর্থবর্ষে, ১৮ লক্ষ ৭৯ হাজার ৮৪২ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সাড়ে ৭ লক্ষ মেট্রিক টনের বেশি মাছ ধরা হয়েছে। গতবারের হিসেব দেখে এবার দক্ষিণ ২৪ পরগনাকে ২ লক্ষ ৬৭ হাজার ৮৩৫ মেট্রিক টন, পূর্ব মেদিনীপুরকে ৩ লক্ষ ৪৪ হাজার ৯০৫ মেট্রিক টন এবং উত্তর ২৪ পরগনা জেলাকে ২ লক্ষ ৯৮ হাজার ৮১০ মেট্রিক টন মাছ উৎপাদন করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে।
Share your comments