১৫-১৮ মাস বয়স হলে তবেই স্ত্রী ছাগলকে প্রজননের কাজে ব্যবহার করা যায়। তবে ঠিকমত সুষম খাদ্য দিলে ও উন্নতভাবে প্রতিপালন করলে আরও ৩ থেকে ৫ মাস আগে ঐ ছাগলকে প্রজননে ব্যবহার করা যায় অর্থাৎ এক বছর বয়সেই তাদের ঐ কাজে লাগানো যায়।
পুরুষ ছাগলকে ১৮-২৪ মাসের মধ্যে ঐ বীজ কাজে ব্যবহার করা হয়। তবে খাদ্য ও পরিচর্যা ভাল হলে এবং স্বাস্থ, গড়ন ও আকার ভাল হলে ১৫ মাসের পর প্রজনন করানো যায়। এর আগে প্রজনন। করালে বীর্যের মান ভাল হয় না, তরল ও পাতলা হয় এবং পরিমাণে কম হয়। তাই ভাল মানের বাচ্চা পাওয়া যায় না।
তবে ২-৩ মাসের পর এদের মধ্যে যৌন ইচ্ছা জাগে, ফলে উভয় লিঙ্গের ছাগলদের আলাদা করে রাখতে হয়। একটি পুরুষ ছাগলের ১ বছর বয়স হলে বছরে কয়েকটি স্ত্রী ছাগলের সহিত প্রজনন করানো যায়। কিন্তু দেড় থেকে ২ বছর বয়সের পর বছরে ২৫ থেকে ৩০টি ছাগলের সহিত এবং পূর্ণ বয়সে (আড়াই থেকে তিন বৎসর) প্রায় বছরে ৫০ থেকে ৬০টি ছাগলের সহিত প্রজনন করানো যায়। পাঁঠার বেশি কামশক্তি বাড়ে শীত ও বসন্ত কালে। এই সময় এদের দেহ থেকে এক বিশেষ প্রকারের গন্ধ (Gout odour) বের হয় যা স্ত্রী ছাগলকে কাছে আসতে সাহায্য করে।
আরও পড়ুনঃ ব্যবসায়িক মতলবে পালনের জন্য কৃষি জাগরন বেছে নিল সেরা তিনটি ভেড়ার জাত, রইল বৈশষ্ট
একটি ছাগলকে কতবার প্রজনের কাজে ব্যবহার করা যায় ?
৬ বার বাচ্চা দেওয়ার পর আর প্রজননের কাজে স্ত্রী ছাগলকে ব্যবহার করা উচিত নয়। তাই ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে ৫ বৎসর বয়সের পর আর প্রজননে ব্যবহৃত হয় না। এই বয়স অবধি ছাগলের বাচ্চার মান ভাল থাকে। পুরুষ ছাগলের ক্ষেত্রে ৫-৬ বৎসর পর্যন্ত প্রজননে ব্যবহার করা যায়। সাধারণ অবস্থায় যদিও একটি ছাগল ১২ বৎসর বাঁচে। তবে উপযুক্ত খাদ্য, পরিচর্যা করলে পাঁঠাকে ৮-১০ বৎসর পর্যন্ত প্রজননের কাজে লাগানো যায়।
আরও পড়ুনঃ মুরগির এই লক্ষণগুলি থাকলে আজ থেকেই খামারে বাছাই প্রক্রিয়া চালু করুন,দেখুন বাছাই পদ্ধতি
কোন সময় ছাগলের প্রজননের জন্য খুব ভাল
ছাগলকে সারা বছরেই প্রজনন করানো যায়। এটা নির্ভর করে কতদিন ছাগলের দুধ নেওয়া হবে ও বাচ্চাকে মায়ের কাছ থেকে পৃথক করা হবে। যমুনাপুরী ও বিল্ জাতের ছাগলের ক্ষেত্রে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রজননের উপযুক্ত সময়। পুরুষ ছাগলের ক্ষেত্রে শীত ও বসন্ত প্রজননের আদর্শ সময়।
পুরুষ ছাগলের প্রজনন পদ্ধতি
দেড় থেকে ২ বছরের পর ছাগলকে নিয়ম মেনে প্রজনন করানো উচিত। একবারে একটির বেশি ছাগলকে প্রজননে ব্যবহার করা ভাল নয়। সপ্তাহে একবার প্রজনন করালে ভাল। বেশি প্রজনন করালে বীর্যের মান ও ঘনত্ব কমে যায় এবং ছাগলের স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে। পুরুষালী ছাগল ও ভালো মানের বীর্যের দ্বারা প্রজনন করালে বাচ্চারা ভালো মানের হয়।
স্ত্রী ছাগলের প্রজনন পদ্ধতি
প্রথমবার ১৫ থেকে ১৮ প্রজনন করানো হয় এবং দ্বিতীয় বার বাচ্চা দুধ ছাড়ার একমাস পরে পুনরায় প্রজনন করানো হয়। অর্থাৎ একবার বাচ্চা দেওয়ার তিন মাসের মাথায় পুনরায় প্রজনন করানো যায়। বাচ্চা দিতে এরা সময় নেয় ১৪৫-১৫২ দিন, গড়ে ৫ মাস। তাই একবার বাচ্চা দেওয়ার (৩ মাস ৫ মাস) ৮ মাসের মাথায় আর একবার বাচ্চা পাওয়া যায়। এইভাবে প্রতিক্ষণে ১টি বা ২টি করে ছাগলকে প্রজনন করালে ৮ মাস পর ২টি বা ৪টি করে বাচ্চা পাওয়া যাবে।
Share your comments