বর্ষাকালে মাছ চাষে কী কী পদক্ষেপ নেওয়া উচিৎ তা মত্স্য চাষীদের জানা অত্য়ন্ত জরুরি । আমাদের দেশে মাছ চাষ একটি লাভজনক পেশা হিসেবে পরিচিতি লাভ করেছে। মৌসুমি মাছ চাষের জন্য কিছু ভিন্ন পদক্ষেপ নিতে হবে। বর্ষায় মাছ চাষে বেশ কিছু পদক্ষেপ নিতে হয়। আজ জেনে নিন বর্ষাকালে মাছ চাষে কী কী পদক্ষেপ নেওয়া উচিত্।
বর্ষায় পুকুরে মাছ চাষের জন্য অনেক পদক্ষেপ নিতে হয়। সেগুলো নিচে দেওয়া হল-
-
বর্ষাকালে পুকুরে মাছ চাষের জন্য পুকুরের পাড় অনেক উঁচু রাখতে হয়। পুকুরের পাড় এমনভাবে তৈরি করতে হবে যাতে বন্যার জল কোনওভাবেই প্রবেশ করতে না পারে। আর প্রয়োজনে পুকুরে জাল দিয়ে বেঁধে দিতে হবে। পুকুর থেকে মাছ বের হতে পারবে না।
-
বর্ষায় মাছ ধরার পুকুর বৃষ্টির জলে ভরে যেতে পারে। তাই মাছ চাষের পুকুর থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পুকুরে মাছ ভরা থাকবে, বাইরে যেতে পারবে না।
আরও পড়ুনঃ এই মাছ চাষ করে উপার্জন করুন ২০ লাখ! পাবেন সরকারি ঋণও
-
ভাঙ্গন রোধ করার জন্য পুকুরের পাড়ে ঘাস বা ছোট গাছ লাগাতে হবে যাতে বর্ষা মৌসুমে জলের ধাক্কা বা অতিবৃষ্টিতে পুকুরের পাড় ভেঙ্গে না যায়।
আরও পড়ুনঃ মিল্কফিশ চাষ করবেন? জেনে নিন সহজ পদ্ধতি
-
বর্ষাকালে পুকুরের জলের রং পরিবর্তন হতে পারে। অনেক সময় পুকুরের জল নোংরা হয়ে যায়। তাই এ সময় পুকুরের জল দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
-
বর্ষায় যখন পুকুরে মাছ চাষ করা হয়, তখন পুকুরে প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য সরবরাহ করা সম্ভব হয় না। এ সময় আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টির সম্ভাবনা থাকলে মাছের খাওয়া বন্ধ করতে হবে।
-
বর্ষাকালে মাছের বিভিন্ন জটিল রোগ দেখা দিতে পারে। তাই কয়েকদিন পর পুকুর থেকে মাছ তোলার পর ভালোভাবে দেখতে হবে মাছে কোনও রোগ আছে কি না। কোনও মাছে রোগে আক্রান্ত হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুনঃ আপনি কি কখনও নিরামিষ মাছ খেয়েছেন? যার চাহিদা বাজারে বেশি
Share your comments