উত্তর – সবজি ও ডাল-শষ্য চাষে পলি-মালচিং প্রযুক্তি বর্তমানে আমাদের রাজ্যের জন্য দারুন লাভদায়ক। কারন – (১) এতে আগাছা নাশের জন্য নিড়েনের বড় খরচ থেকে মুক্তি পাওয়া যায়।
(২) মাটিতে জল-সংরক্ষণ হওয়ায় সেচের খরচ ও প্রয়োজন ৭০% কম হয়।
(৩) রোগ-পোকার উপদ্রব কম থাকে।
(৪) সূর্য্যালোক মাল্চে প্রতিফলিত হয়ে গাছকে বেশী বাড়-বৃদ্ধিতে সাহায্য করে (ছবি দেখুন)। এই সবের জন্য ফলন সাধারন চাষের থেকে ১.৫ থেকে ১.৭ গুন বৃদ্ধি পায়। ভালো পলি-মালচিং-এর জন্য সুপ্রিমের সিলপোলিনের কালো ৩৫ জি.এস.এমের পলি-শীট ব্যবহার করুন। আরো এবিষয়ে জানতে ও পলি-মাল্চ-এর সুফল আপনার জমিতে পেতে কৃষি জাগরণের প্রতিনিধির সাথে কথা বলুন।
Share your comments