বাড়িতে ফুলের বাগান করার পদ্ধতি

ফুলের বাগান বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল জায়গা নির্বাচন। টবগুলো রাখার জন্যে একটি রোদ্র উজ্জ্বল জায়গা নিবার্চন করতে হবে। সেটা ছাদ কিংবা আপনার প্রিয় ব্যালকনিও হতে পারে।

Saikat Majumder
Saikat Majumder
ছাদে ফুলের বাগান

বাগান হতে পারে ছাদে, বারান্দায়, সিঁড়ির কিনারায়, জানালার পাশে, টি টেবিলের উপরে অথবা বাথরুমের ভেন্টিলেটরেও। শহুরে জীবনে নিজের একটি বাগান সবারই চাওয়া থাকে। তবে আমরা অনেকেই জানি না কিভাবে একটি দুর্দান্ত বাগান শুরু করা যেতে পারে। অভিজ্ঞদের পরামর্শ, ইউটিউব ভিডিও, ভাল আর্টিকেল খুঁজে বের করতে চাই সেরা কোনো সমাধান। এরকমই ১০ টি মৌলিক কর্মযজ্ঞের তালিকে তৈরি করেছি আমরা। এই তালিকা অনুসরণ করে খুব সহজেই এক চিলতে বাগানের মালিক বনে যেতে পারেন আপনিও।

জায়গা নির্বাচন

ফুলের বাগান বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল জায়গা নির্বাচন। টবগুলো রাখার জন্যে একটি রোদ্র উজ্জ্বল জায়গা নিবার্চন করতে হবে। সেটা ছাদ কিংবা আপনার প্রিয় ব্যালকনিও হতে পারে। একটু খেয়াল রাখতে হবে সেটা যেন অতিরিক্ত রোদ্র-স্থান না হয়, এবং সকাল বেলার রোদটা যেন থাকে, কারণ সেটা ফুলের গাছের জন্য খুব জরুরী।

ফুল গাছের জন্যে মাটি তৈরি

সবচেয়ে উত্তম মাটি হল দোঁ-আঁশ মাটি। দোঁ-আঁশ মাটিতেই ফুল বা ফলের গাছ সব চেয়ে ভালো হয়। গাছ লাগানোর আগে মাটিতে কম্পোস্ট সার বা পচা গোবর সার দিতে হবে। বিশেষ করে টবের ২-৩ সেঃ মিঃ উপরের দিকে। মাটি অবশ্যই ঝুরঝুরে করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি নার্সারি থেকে মাটি কেনা যায়।

গাছ বাছাই

ছাদের যত্ন হল, মাটির ব্যবস্থাও হল। এবার গাছ বাছাইয়ের পালা। যেহেতু বাগানটা ছাদে হবে তাই গাছ বাছতে হবে ভেবেচিন্তে। ছাদের বাগানে ফুল, ফল বা সবজি, যে ধরনের গাছই লাগান না কেন, গাছের আকার যতটা সম্ভব ছোট রাখবেন। যদি ফল গাছ লাগাতে চান, তবে গাছের উচ্চতা কম রেখে, বেশি ডালপালার ঝাড় রাখুন। লম্বা কাণ্ডের, কম ডালপালার গাছের অসুবিধে এই, এই ধরনের গাছ অল্প বাতাসেই নুয়ে যায় বা তার কাণ্ড ভেঙে যায়। ছাদে লাগানোর জন্য তাই লতানো এবং কম উচ্চতার গাছ নেওয়া সবদিক দিয়ে ভাল সিদ্ধান্ত। আর হ্যাঁ, শিকড় বেশি গভীরে প্রবেশ করে, এমন গাছও ছাদের বাগানে লাগাবেন না। শিকড় পাশের দিকে বেশি ছড়ায় এমন গাছই ছাদের বাগানের জন্য আদর্শ।

আরও পড়ুনঃ 

কোন-কোন গাছ লাগাতে পারেন?

ফুলের বড় গাছ এড়িয়ে যে কোনও ধরনের ছোট ফুলের গাছ লাগানো যায়। গোলাপ, গাদা, বেলির মতো ছোট গাছের ফুল বা অপরাজিতা, মর্নিং গ্লোরি ইত্যাদি লতানো গাছ বেড়া তুলে দিয়ে চাষ করা সম্ভব।

আরও পড়ুনঃ 

জল নিষ্কাশন ব্যবস্থা

বাগানের মাটি থেকে বের হওয়া অতিরিক্ত পানি ছাদের কংক্রিটের ক্ষতি করতে পারে। এছাড়াও ছাদে আগাছা জন্মে ছাদের মেঝেকে পিচ্ছিল ও ক্ষয় করে ফেলে তাই যে গাছই বোনা হোক না কেনো এবং যে পদ্ধতিতেই বোনা হোক না কেনো পানি নিষ্কাশনের জন্য সঠিক পরিকল্পনা থাকতে হবে।

Published On: 04 February 2022, 02:17 PM English Summary: How to make a flower garden at home

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters