ক্ষুদ্র ও প্রান্তিক তফসিলি উপজাতি মৎস্যচাষীদের স্বনির্ভর করা এবং তাঁদের আর্থসামাজিক উন্নয়ণের উদ্দেশ্যে ৩ দিন ব্যাপী প্রশিক্ষন শিবিরের আয়োজন করলো ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ। বিজ্ঞান সম্মত উপায়ে কি ভাবে মাছ চাষ করে জীবন জীবিকার উন্নয়ন করা যেতে পারে, তার লক্ষ্যে যৌথ ভাবে প্রশিক্ষন শিবিরের আয়োজন করলো ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধিনস্ত কেন্দ্রীয় মৎস্য শিক্ষণ সংস্থান, কলকাতা কেড্রা এবং জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, রামসাই।
প্রসঙ্গত জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলার সকল কৃষক ভাই বোনদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যৌথ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বিরপারা ব্লকের রঙ্গলিবাজনা গ্রাম পঞ্চাযেতের অন্তর্গত ময়নাঝরা ফার্মার প্রোডিউসার কোম্পানির ২৫ জন তফসিলি উপজাতি মৎস্য চাষী দের নিয়ে। কেন্দ্রীয় মৎস্য শিক্ষণ সংস্থান এর পক্ষ থেকে ড: পরিমল সরদার এবং জলপাইগুড়ি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিজ্ঞানী শ্রী ইন্দ্রনীল ঘোষ হাতে কলমে চাষী দের প্রশিক্ষণ দিচ্ছেন।
আরও পড়ুনঃ পরিবেশ বিপর্যয়ে বিপন্ন বাঙালির সাধের কাঁকড়া-চিংড়ি
বিজ্ঞানী ড: পরিমল সর্দার বলেন প্রশিক্ষণ পার্থীদের মধ্যে থেকে ৫ জন কে বেছে নিয়ে মাস্টার ট্রেইনার তৈরী করা হবে যাদের মাধ্যমে পিছিয়ে পড়া ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যচাষীরা উপকৃত হবেন। আগামী দিনের প্রশিক্ষণ সংক্রান্ত নানা বিষয়ে জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র এর তরফ থেকে মৎস্য বিজ্ঞানী শ্রী ইন্দ্রনীল ঘোষ তাদের পর্যবেক্ষণ করবে বলে জানা গেছে।
Share your comments