ফেব্রুয়ারি মাসে চাষের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখুন, ফসলের উৎপাদন বাড়বে

কৃষিবিদরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন ফসল উৎপাদনের উপর প্রভাব ফেলতে পারে।

Saikat Majumder
Saikat Majumder
কৃষি

একদিকে সব্জি বপনের জন্য ফেব্রুয়ারি মাসকে উত্তম হিসেবে ধরা হয়, অন্যদিকে ফেব্রুয়ারি মাসে আবহাওয়া পরিবর্তনের কারণে ফসলে নানা রোগ-বালাইয়ের সম্ভাবনা বেড়ে যায়। এমতাবস্থায় ICAR-Indian Agricultural Research Institute-এর বিজ্ঞানীরা কৃষকদের রোগ ও পোকার বিপদ থেকে ফসল বাঁচাতে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

কৃষিবিদরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন ফসল উৎপাদনের উপর প্রভাব ফেলতে পারে। এমতাবস্থায় ফসলে রোগবালাই ও পোকার প্রাদুর্ভাবে উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে, তাই ফসলের প্রতি বিশেষ নজর দিতে হবে।

ফসলের রোগ এবং কীটপতঙ্গের জন্য পরামর্শ

বিজ্ঞানীরা বলছেন, আগামী সময়ে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, তাই যেসব কৃষকের ফসল জমিতে রয়েছে তারা যেন কোনোভাবেই ফসলে স্প্রে না করেন। এছাড়াও সেচ দেবেন না।

গমের মরিচা রোগ

এ মৌসুমে গমের ফসলে হলুদ মরিচা রোগের আশঙ্কা থাকে । ফসলের উপর বিশেষ নজরদারি রাখুন, সেই সাথে হলুদ মরিচা রোগ হলে প্রতি লিটার জলে ২.৫ গ্রাম হারে ডাইথেন এম-৪৫ স্প্রে করুন।

ছোলাতে রোগের বিপদ

এ মৌসুমে ছোলা গাছে শুঁটকি পোকার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে । এই কীটপতঙ্গ থেকে ফসলকে রক্ষা করতে, যেসব জমিতে ৪০-৪৫% ফুল ফুটেছে সেসব জমিতে প্রতি একরে ৩-৪ টি ফেরোমন ফাঁদ লাগান। এ ছাড়া মাঠের বিভিন্ন স্থানে ‘টি’ অক্ষরের কাকতাড়ুয়া রাখুন।

আরও পড়ুনঃ 

আলুর রোগের ক্ষেত্রে

আলুতে লেট ব্লাইট রোগের আশঙ্কাও রয়েছে। প্রাথমিক লক্ষণ দেখা গেলে প্রতি লিটার জলে ২ গ্রাম ক্যাপ্টান মিশিয়ে ফসলে ছিটিয়ে দিতে হবে।

বপনের পরামর্শ 

আমরা উপরে আমাদের নিবন্ধে উল্লেখ করেছি যে ফেব্রুয়ারি মাস সবজি বপনের জন্য সর্বোত্তম মাস, তাই এটি মাথায় রেখে, বিজ্ঞানীরা যে পরামর্শ দিয়েছেন  কৃষকরা এই বিষয়গুলি মাথায় রেখে জমিতে বীজ বপন করতে পারেন। 

আরও ুপড়ুনঃ 

কুমড়ো সবজি বাড়ান

বিষেশজ্ঞদের মতে কৃষকরা  লঙ্কা, টমেটো, বেগু্ন , কুমড়া ইত্য়াদি সবজি বপন করতে পারবে ।

Published On: 10 February 2022, 03:40 PM English Summary: Keep these things in mind when cultivating in February, crop production will increase

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters