মোবাইল অ্যপ ব্যবহার করে অনলাইনে মাছ কেনার ব্যবস্থা করছে রাজ্য মৎস উন্নয়ন নিগম (SFDC)
আগামী জানুয়ারী মাস থেকে কোলকাতার মৎসপ্রেমী মানুষ মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে মাছ কিনতে পারবেন। রাজ্য মৎস উন্নয়ন নিগম (SFDC) এর আউটলেট থেকে ক্রেতারা পছন্দের মাছ বুক করতে পারবেন ও বুকিং এর প্রিন্ট আউট দেখিয়ে মাছ কিনতে পারবেন , চাইলে ক্রেতারা হোম ডেলিভারির অপসনও পাবেন। কোলকাতার নলবন ফুডপার্ক, ইকো পার্ক, নিউটাউন ও সল্টলেকের SFDC স্টল থেকে প্রাথমিকভাবে এই মাছ কেনা বা অর্ডার করা যাবে।
আগামী জানুয়ারী মাস থেকে কোলকাতার মৎসপ্রেমী মানুষ মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে মাছ কিনতে পারবেন। রাজ্য মৎস উন্নয়ন নিগম (SFDC) এর আউটলেট থেকে ক্রেতারা পছন্দের মাছ বুক করতে পারবেন ও বুকিং এর প্রিন্ট আউট দেখিয়ে মাছ কিনতে পারবেন , চাইলে ক্রেতারা হোম ডেলিভারির অপসনও পাবেন। কোলকাতার নলবন ফুডপার্ক, ইকো পার্ক, নিউটাউন ও সল্টলেকের SFDC স্টল থেকে প্রাথমিকভাবে এই মাছ কেনা বা অর্ডার করা যাবে।
Share your comments