যারা দীর্ঘদিন কাজের সন্ধান করছেন তাদের জন্য সুখবর দিল ব্যাঙ্ক অফ বরোদা। সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার এক বিজ্ঞপ্তি জারি করেছে, বরোদার দেওয়া নোটিফিকেশন অনুযায়ী, চুক্তিভিত্তিক বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজর পদে নিয়োগের আবেদন পত্র চাওয়া হয়েছে। ইতি মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার জন্য প্রার্থীকে ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হবে।
Bank of Baroda Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত তথ্য অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র অফলাইনে জমা দিতে হবে। সেক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পেয়ে যাবেন।
Bank of Baroda Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
মোট ০৮ টি শুন্য পদ রয়েছে। আগ্রহী প্রার্থীদের মাদুরাই, ডিন্ডিগুল, থেনি, তিরুনেলভেলি, শিবগঙ্গাই, তুতিকোরিন, পুদুকোট্টাই এবং রামনাথপুরম ইত্যাদি জেলায় নিয়োগ করা হবে।
Bank of Baroda Recruitment 2022: বয়সসীমা
আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
Bank of Baroda Recruitment 2022: মাসিক বেতন
Category ‘A’ এর অধীনে বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজরদের বেতন ১৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকা ধার্য করা হয়েছে। এবং Category ‘B’ এর অধীনে বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজরদের বেতন ১২,০০০ টাকা এবং ১০,০০০ টাকা ধার্য করা হয়েছে।
Bank of Baroda Recruitment 2022: আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের জেরক্স ও সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। আবেদনপত্রটিতে সঠিক তথ্য দ্বারা পুরন করে খামে ভরে। খামের ওপরে “Application for the Post Business Correspondent Supervisor” লিখে এবং সেই সঙ্গে প্রার্থীদের নাম, অঞ্চলের নাম, ঠিকানা ইত্যাদি লিখে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হল, ‘The Regional Manager, Bank of Baroda, Madurai Region, Regional Office, 2nd Floor Aparna Towers 2 & 3, Bypass Road, Ponmeni, Madurai-625 016’।
Bank of Baroda Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
এই পদের জন্য প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের ভেরিফিকেশন করা ভবে। এবং যোগ্যতা অনুযায়ী ১ বছর বা ১২ মাসের এনগেজমেন্ট পিরিয়ড সহ অ্যাপয়মেন্ট লেটার দেওয়া হবে।
Share your comments