সার্টিফায়েড বীজের Lot নম্বর পরিচিতি করণ :
প্রতিটি শংসিত বীজের প্যাকেটে পরিচয় জ্ঞাপক Lot No. থাকে। এই Lot No. এর মাধ্যমে বীজের সমস্ত তথ্য সম্পর্কে জানা সম্ভব। Lot No. এর বিভিন্ন অংশ নিম্নে বর্নিত হল –
প্রথম অংশ - এই অংশে বীজ উৎপাদনের মাস এবং বছর সম্পর্কে জানা যায়। যেমন – AUG 2018 বা AUG – 18 এর অর্থ ২০১৮ সালেট অগস্ট মাসের উৎপাদিত বীজ।
দ্বিতীয় অংশ – এই অংশে কোন জায়গায় বীজ উৎপাদিত হয়েছে তার বিস্তারিত বিবরণ জানা যায়। প্রত্যেক রাজ্য ও জেলার জন্য Code আলাদা, যেমন –
সংখ্যা |
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল |
০১ |
অন্ধ্রপ্রদেশ |
০২ |
অরুনাচল প্রদেশ |
০৩ |
আসাম |
০৪ |
বিহার |
০৫ |
গোয়া |
০৬ |
গুজরাট |
০৭ |
হরিয়ানা |
০৮ |
হিমাচল প্রদেশ |
০৯ |
জম্মু ও কাশ্মীর |
১০ |
কর্ণাটক |
১১ |
কেরল |
১২ |
মধ্যপ্রদেশ |
১৩ |
মহারাষ্ট্র |
১৪ |
মনিপুর |
১৫ |
মেঘালয় |
১৬ |
মিজোরাম |
১৭ |
নাগাল্যান্ড |
১৮ |
ওড়িষা |
১৯ |
পাঞ্জাব |
২০ |
রাজস্থান |
২১ |
সিকিম |
২২ |
তামিলনাড়ু |
২৩ |
ত্রিপুরা |
২৪ |
উত্তর প্রদেশ |
২৫ |
পশ্চিমবঙ্গ
|
২৬ |
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ |
২৭ |
চন্তীগড় |
২৮ |
দাদরা ও নগর হাভেলি |
২৯ |
দিল্লি |
৩০ |
দমন দিউ |
৩১ |
লক্ষাদ্বীপ |
৩২ |
পন্ডীচেরী |
জেলার কোড নং |
জেলার নাম |
০১ |
দার্জিলিং |
০২ |
জলপাইগুড়ি |
০৩ |
কোচবিহার |
০৪ |
উত্তর দিনাজপুর |
০৫ |
দক্ষিণ দিনাজপুর |
০৬ |
মালদা |
০৭ |
মুর্শিদাবাদ |
০৮ |
নদিয়া |
০৯ |
উত্তর চব্বিশপরগনা |
১০ |
দক্ষিণ চব্বিশপরগনা |
১১ |
হাওড়া |
১২ |
হুগলী |
১৩ |
বর্ধমান |
১৪ |
বীরভূম |
১৫ |
বাঁকুড়া |
১৬ |
পুরুলিয়া |
১৭ |
পশ্চিমমেদিনীপুর |
১৮ |
পূর্ব মুদিনীপুর |
অর্থাৎ এই অংশে ‘ Lot No Aug – 18 – 25 – 04’ –এর অর্থ 25 মানে পশ্চিমবঙ্গ ও 04 অর্থাৎ উত্তর দিনাজপুরে উৎপাদিত বীজ।
তৃতীয় অংশ – এই অংশে বীজ প্রক্রিয়াকরণ সংস্থাটিকে শংসিতকরণ সংস্থা যে সংখ্যা প্রদান করে তাদের সেই নম্বরটি লেখা থাকে।
চতুর্থ অংশ - শংসিতকরণ সংস্থা Lot এর পরিপ্রেক্ষিতে প্রতিটিকেই ক্রমিকসংখ্যা দিয়ে থাকেন। এই ক্রমাঙ্ক ০১ থেকে শুরু হয়।
এবার একটি সম্পূর্ণ লট নম্বর নিয়ে আলোচনা করা যাক
যেমন – AUG – 18 – 25 – 04 – 01 – 01 অর্থাৎ
AUG – 18 এর অর্থহল ফসলটি ২০১৮ সালের এপ্রিল মাসে কাটা হয়েছে।
25 – 04 –এর অর্থ হল এটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় উৎপাদিত বীজ।
01 - এর অর্থ হল এটি পশ্চিমবঙ্গ রাজ্য বীজ শংসিতকরণ সংস্থা প্রদত্ত ০১ ক্রমাঙ্ক বিশিষ্ট প্রক্রিয়াকরণ সংস্থা থেকে উৎপাদিত।
01 - এর অর্থ হল এটি শংসিতকরণের নির্দিষ্ট ক্রমের মাধ্যমে Lot গুলির মধ্য থেকে চিহ্নিত করণ।
রুনা নাথ,
কৃষি জাগরণ।
Share your comments