আমরা এর চাষ পলি ব্যাগে, শ্যালো টবে, সিমেন্টের পাত্রে, মাটির টবে বা কোনো ভাঙ্গা বালতিতেও করতে পারি কারণ এর জন্যে প্রচুর গভীর মাটির স্তর প্রয়োজন হয় না 4-6 ইঞ্চি পুরু মাটিতে এই এই চাষ হয়ে যায় ।
আজ আমরা জানবো কি ভাবে আমরা এই চাষ বাড়ির ছাদে করতে পারি। সবার প্রথমে আমরা ৩0% মাটি, ৩০% কোকো পিঠ এবং 40% জৈব compost সার নিয়ে ভালো করে মিলিয়ে দেবো । এর পর একটি পাত্রের নিচে কিছু ছোটো ছোটো জল নিকাশি ব্যবস্থা করে তা ছোটো পাথর দিয়ে ঢেকে দেবো। এর পর মিশ্রিত মাটি দিয়ে পাত্রটিকে ভরে নেবো তবে লক্ষ রাখতে হবে যাতে উপরটা সমান ও মসৃন হয় বড় মাটির দলা যাতে না থাকে। এর পর ভালো ভাবে জল দিয়ে মাটি টা ভিজিয়ে দিতে হবে।
এরপর অন্তত 12 ঘন্টা আগে ভেজানো ধনে পাতার বীজ সেই পাত্রে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে একটি আরেকটির উপর না হয়ে যায় তারপর আবার সেই মাটি অল্প পরিমানে আবার পাত্রে ছিটিয়ে বীজ গুলো ঢেকে দিতে হবে তবে যেন বেশি মোটা মাটির পরিমান না হয় 1 ইঞ্চির কম হলেই ভালো। এই ভাবে পুরো সূর্যের মধ্যে একে রাখতে হবে এবং সবসময় যেন ভেজাভাব থাকে তা খেয়াল রাখতে হবে। ৭ দিনের মধ্যে এটি ভাল ভাবে বেরিয়ে আসবে খেয়াল রাখতে হবে যেন সবসময় ভেজাভাব থাকে তবে একবারে বেশি জল নাদিয়ে বারবার জল দিতে হবে স্প্রেয়ার এর মাধ্যমে। যদি চারার পরিমাণ একটি টবে বেশি হয়ে যায় তবে অন্য পাত্রে তা স্থানান্তর করার দরকার আছে।
এর মোটামোটি ভাবে ২০ থেকে ২৫ ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন, এর থেকে বেশি তাপমাত্রা হলে একটা গ্রীন নেটের শেড দিতে হবে। এর পাতা তৈরী হয়ে যাবে ১৫ থেকে ২০দিনের মধ্যেই, তখন তা উপর থেকে কেটে নিন হালকা জৈব সার ছিটিয়ে আবার জল দিন কিছু দিন পর আবার নতুন পাতা বেরিয়ে আসবে।
- অভ্রদীপ দত্ত
Share your comments