স্বল্প পুঁজিতে ব্যবসায়ীক ফুলচাষ করতে হলে প্রথমেই গাঁদা ফুলে চাষের কথা মাথায় আসে। পুজোর ফুল হিসেবে, অনুষ্ঠান বাড়ি সাজাতে, তোড়া ও খুচরো ফুল হিসাবে গাঁদা ফুল অপরিহার্য। বর্তমানে শুকনো গাঁদা ফুলের চাহিদা রয়েছে যা থেকে ভেষজ আবির তৈরি হয়। এই ফুল চাষের কিছু রোগ ও তার প্রতিকার জেনে নিন।
১) গাঁদার পাতায় ও ফুলে দাগ ও ধ্বসা – (রোগের কারণ: ছত্রাক – অল্টারনেরিয়া; সারকোস্পোরা ও সেপ্টোরিয়া স্পিসিস)
এই মরশুমে কুয়াশা ও শিশিরের আর্দ্রতায় গাঁদা গাছের পাতায় বাদামী দাগ পরে পচা কালো রূপ নেয়। অল্টারনেরিয়া ছত্রাকের দাগে গোল রিঙের মত কালো দাগ পরে। বেশী আক্রমণে ফুলেও বাদামী দাগ ও ধ্বসা ফলন পুরো নষ্ট করে। মাঠে যত গাঁদাচাষ হয় তার প্রধান শত্রু এই রোগ।
প্রতিকার ব্যবস্থা – কার্বেন্ডাজিম + ম্যান্কোজেবের মিশ্র ছত্রাকনাশক ১.৫ গ্রাম প্রতি লিটার জলে আঠা সহযোগে স্প্রে।
২) পাউডারি মিলডিউ – পাতার উপরে সাদা পাউডারের মত ছত্রাকে গাছ দুর্বল হয়ে মারা পরে।
প্রতিকার - কার্বেন্ডাজিম + ম্যান্কোজেবের মিশ্র ছত্রাকনাশক ১.৫ গ্রাম প্রতি লিটার জলে আঠা সহযোগে স্প্রে।
৩) জাব পোকা, থ্রিপস বা চোষী পোকা – পাতার রস শোষনকারী পোকা
প্রতিকার – ইমিডাক্লোপ্রিড ১ মিলি প্রতি ৩ লিটার জলে গুলে নিয়মিত স্প্রে করতে হবে।
- রুনা নাথ (runa@krishijagran.com)
Share your comments