সম্প্রতি জাতিসংঘের একটি রিপোর্ট বিশ্বব্যাপী ভূমিক্ষয়কে বিশ্বের ৩.২ বিলিয়ন মানুষের জীবনকে ধ্বংসের সন্মুখিন করছে এবং পৃথিবীর ছয়টি গন প্রজাতিকে বিলুপ্তির মুখে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করল। ২০৫০ সাল নাগাদ ভূমিক্ষয় ও জলবায়ুর পরিবর্তন একত্রে বিশ্বজুড়ে গড়ে ১০% ফসল উৎপাদনের পরিমাণ কমাতে এবং ৭০০ মিলিয়ন মানুষকে স্থানন্তারন করতে বাধ্য করবে এমনটাই জানাচ্ছে এই রিপোর্ট। বিশ্বব্যাপী IPBES এ গত ২৬ শে মার্চ ১২৯ টি সদস্যের সরকার কতৃক গঠিত স্বতন্ত্র আন্তঃসরকার সংস্থার গৃহীত মূল্যায়ণ অনুযায়ী ভূমিক্ষেত্রের প্রধান কারন হল মানবিক ক্রিয়াকলাপ বিশেষত কৃষি। বিশ্বব্যাপী চারণভূমি ও শস্যক্ষেত্রের বিস্তার ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে সর্বব্যাপী ভূমিক্ষয় যা জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ক্ষতির কারন। IPBES একটি প্রেসরিলিজ এ বলে- ‘যে এটি সমলোচণামূলক স্তরে পৌছেছে। বাস্তুতন্ত্রের এবং জীববৈচিত্র্যে ক্ষতিসাধনের মাধ্যমে যে ভূমিক্ষয় তা ২০১০ সালের পৃথিবীর বার্ষিক বৃদ্ধির ১০ শতাংশের সমতুল্য বলে মনে করা হচ্ছে।
- জয়তী দে
Share your comments