কৃষকদের উন্নত কৃষির জন্য মূখ্য পাঁচটি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। এতে কৃষকদের ভালো উৎপাদন এর সঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে।
(১) চাষিদের প্রথম মাটির স্বাস্থের ব্যপারে জানা উচিত যার উপর সমস্ত ফসলের উৎপাদন নির্ভর করে। তাই ফসল চাষের আগে মাটি পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যাতে জানা যাবে মাটি সেই ফসলের পক্ষে উপযুক্ত আছে কিনা। মাটিতে যে সমস্ত নিউট্রিয়েন্টের অভাব আছে তা নির্নয় করে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সার সঠিক পরিমানে প্রয়োগ করাই কর্তব্য।
(২) রাসায়নিক, জৈব ও বায়োলজিকাল সার বা কম্পোস্ট সারই প্রয়োগ করা উচিত। বিশেষ ধরনের একই সার মাটির পুষ্টিগুণ ধরে রাখতে সক্ষম নয়।
(৩) কৃষকদের নিবিঢ় চাষ করে অর্থকরী ফসলের সাথে ডালশস্য চাষ করা উচিত। এর ফলে প্রচুর উৎপাদন রোজগার বাড়াবে।
(৪) কৃষকদের অবশ্যই গোপালন ও গৃহপালিত পশুপালন করা উচিত এতে অর্থ উপার্জন বাড়ানো যায়। এছাড়া গোবর সার হিসেবে উৎকৃষ্ট যা ব্যবহার করলে ফসল উৎপাদন বৃদ্ধি পায়।
(৫) চাষিদের নিম, বেল, পেয়ারা, আম, ও আমলকী এই পাঁচ প্রকারের গাছ অবশ্যই লাগানো উচিত যাদের পাতা, ডালপালা ও কান্ড ব্যবহার করে চাষি তার আয় দ্বিগুণ করতে পারে।
- রুনা নাথ (runa@krishijagran.com)
Share your comments