স্কুলেই কি শুরু হচ্ছে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ প্রক্রিয়া? কি জানাল নবান্ন?

করোনার প্রকোপ থেকে ঠিক কবে মুক্তি পাবে গোটা দেশ। অবশেষে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছিল দেশ আর ঠিক সেই সময় আবারও বৃদ্ধি পেল করোনার তাণ্ডব। যদিও টিকাকরণের দিকেও বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য। তবে বার বার প্রশ্ন উঠছিল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ ঠিক কবে থেকে শুরু হবে। অবশেষে এই ব্যাপারে কেন্দ্র দিল সবুজ সংকেত দিল কেন্দ্র। বছর শেষে বড়দিনে সকলের জন্য খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী। জানালেন আগামী ৩রা জানুয়ারি থেকে ১৫- ১৮ বছর বয়সীদের জন্য শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া।

Rupali Das
Rupali Das

করোনার প্রকোপ থেকে ঠিক কবে মুক্তি পাবে গোটা দেশ। অবশেষে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছিল দেশ আর ঠিক সেই সময় আবারও বৃদ্ধি পেল করোনার তাণ্ডব। যদিও টিকাকরণের দিকেও বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য। তবে বার বার প্রশ্ন উঠছিল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ ঠিক কবে থেকে শুরু হবে। অবশেষে এই ব্যাপারে কেন্দ্র দিল সবুজ সংকেত দিল কেন্দ্র। বছর শেষে বড়দিনে সকলের জন্য খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী। জানালেন আগামী ৩রা জানুয়ারি থেকে ১৫- ১৮ বছর বয়সীদের জন্য শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া।

আরও পড়ুনঃ  ডিসেম্বরেই শীত উধাও! বর্ষশেষেও ফের বৃষ্টির চোখ রাঙানি বঙ্গে

 

তবে ১৫ ঊর্ধ্বদের টিকাকরণের ক্ষেত্রে ঠিক কি ভাবছে রাজ্য সরকার? স্কুলেই কি শুরু হবে পড়ুয়াদের টিকাকরণ প্রক্রিয়া? সেই বিষয়ে বৈঠক হয়েছে নবান্নতে। ইতিমধ্যেই নবান্নে মুখ্যসচিব, স্বাস্থসচিব সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং  প্রসিডিউর তৈরি করে স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য দফতরের সুত্র অনুযায়ী রাজ্যে ১৮ বছরের নীচে টিকাপ্রাপকের সংখ্যা ৪৮ লক্ষ ২৩ হাজার। এত পরিমাণ পড়ুয়া্র একসঙ্গে টিকাকরণ প্রক্রিয়া শুরু করলে ভিড় জমায়েত হবে।

আরও পড়ুনঃ  এই গাছের চাহিদা রয়েছে অনেক , এক হেক্টর চাষ করলে আয় হবে ৭ লাখ টাকা!

তাই এই সমস্যার সমাধান স্বরুপ স্কুলগুলিতে সেকশন অনুযায়ী হবে টিকাকরণ প্রক্রিয়া। জানুয়ারিতেই ১৫-১৮ বছরের টিকাকরণ প্রক্রিয়া শেষ করতে ইচ্ছুক স্বাস্থ্য দফতর। কারণ আবারও বাড়ছে করোনার প্রকোপ। সেক্ষেত্রে একমাত্র হাতিয়ার এই টিকাকরণ প্রক্রিয়া। এদিকে দিল্লিতে ক্রমশ বাড়ছে করোনার প্রকোপ। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। করা হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আবারও শুরু বিধিনিষেধ। বন্ধ সিনেমা হল, জিম, সুইমিং, পার্ক ইত্যাদি।

Published On: 29 December 2021, 11:44 AM English Summary: Is the vaccination process for 15-18 year olds starting at school? What did Nabanna say?

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters