শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন। ২০২২ সালে যে সমস্ত পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স দিতে ইচ্ছুক তাদের আগামী কাল অর্থাৎ ২১ শে ডিসেম্বর থেকে চলবে আবেদন পর্ব। আগামীকাল থেকেই ইচ্ছুক পরীক্ষার্থীরা নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন পর্ব। পাশাপাশি যদি এই পর্বে আবেদন পত্রে কোনও ভুল হয় সেক্ষেত্রে আগামী ৮ এবং ১০ই জানুয়ারির মধ্যে সেই ভুল শুধরে নেওয়া যাবে।
আরও পড়ুনঃ স্থানীয় কৃষকদের অভিনব উদ্যগ, এবার লখনউতে মিলবে বিদেশী শাক-সবজি
আপাতত অনলাইন মাধ্যমেই সমস্ত প্রক্রিয়া হবে। আগামী ২৩ এপ্রিল ২০২২ পরীক্ষা গ্রহন করা হবে। ১৫ই এপ্রিল ২০২২ থেকে শুরু হবে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রদান পর্ব। জয়েন্ট এন্ট্রান্সে দুটি পেপারে পরীক্ষা দিতে হয়। প্রথম হাফে অঙ্ক এবং দ্বিতীয় হাফে ভৌত বিজ্ঞান ও রসায়নের পরীক্ষা হবে। আসুন জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি।
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে। সেক্ষেত্রে প্রয়োজন মোবাইল নম্বর ও ইমেল আইডি। এগুলি দিলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে প্রার্থীদের। WBJEE পরীক্ষা দেওয়ার জন্য পড়ুয়াদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। আর SC/ST/OBC-A/OBC-B প্রার্থীদের ৪০০ টাকা ফি দিতে হবে। তবে এই ফি একবার জমা করার পর আর কোনও ভাবেই ওই টাকা ফেরত দেওয়া হবে না। আরও বিশদে জানতে হলে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইটে গিয়ে জেনে নেওয়া যাবে।
Share your comments