শেড নেটের পান বরজ – খরচ কম লাভ বেশী

Shade net, শেদনেট, পান, খরচ, লাভ, চাষবাস

KJ Staff
KJ Staff
pan

পান হল অত্যন্ত সুখী, সংবেদানশীল, বহুবর্ষজীবি অর্থকরি ফসল। লতানো এই ফসলটির প্রয়োজন ছায়াযুক্ত আর্দ্র পরিবেশ। সাধারণত বাঁশ, কাঠ, খড়, দড়ি ইত্যাদি দিয়ে যে বরজ তৈরী করা হয় তা ২ - ৩ বছর খুব একটা মেরামত করার প্রয়োজন হয় না, কিন্তু বাঁশ, কাঠ প্রায় প্রতি বছরই পাল্টাতে হয়। তাছাড়াও এর জন্য দক্ষ শ্রমিক লাগে ফলে খরচ বাড়তে থাকে। আবার দক্ষ শ্রমিকের অভাবে বা সময়মতো না পেলে বরজ মেরামতি বন্ধ থাকে ও ফলন মার খায়। কম খরচের বাঁশের কাঠামোর ওপর শেডনেটের আচ্ছাদন ব্যবহার করে চাষিরা এই সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। শেড নেটের এই উন্নত বরজে পান গাছের মাথার ওপরে বিছানো থাকে স্প্রিঙ্কলারের ল্যাটেরাল পাইপ যার সাহায্যে সেচ দেওয়ার সাথে সাথে তরল সার ফার্টিগেশন পদ্ধতিতে প্রয়োগ করা যায়। এরফলে পানের গুণমান ও বাজারদর ভালো পাওয়া যায়।

প্রথাগত পানের বরজে  ঋতুভিত্তিক পরিচর্যা ও  ছাউনি মেরামতির খরচ বেশী আবার কলসি, বালতি ও ঝারি দিয়ে জল সেচ দিতে হয়। অপরদিকে শেডনেটের বরজে উন্নত সেচ ব্যবস্থা থাকায় গাছের খাদ্য ব্যবস্থাপনায় ও শস্য সুরক্ষার ক্ষেত্রে বিজ্ঞান সম্মত পদক্ষেপ নিতে সুবিধা থাকায় বার্ষিক লাভের পরিমান ৪ - ৫ গুণ বেশি পাওয়া যায়। আবার বাঁশের বদলে লোহার স্ট্রাকচার তৈরি করে শেডনেটের আচ্ছাদন দিলে ঝড় বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম থাকে।

pan

অল্প কথায় শেডনেটের বরজের সুবিধা -

  • ঋতুভিত্তিক বরজ মেরামতির প্রয়োজন নেই।

  • ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সম্ভাবনা কম।

  • সঠিকভাবে অলো-বাতাস চলাচল করে, যা পানের বৃদ্ধি সহায়ক।

  • মাইক্রো ইরিগেশন পদ্ধতিতে সেচ প্রদান উৎকৃষ্ট গুণমানের পাতা উৎপাদন করে।

  • রোগ পোকার উপদ্রব কম।

  • প্রাথমিক খরচ বেশি হলেও আদতে লাভজনক।

  • সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যেতে পারে।

- রুনা নাথ 

Published On: 07 August 2018, 07:08 AM English Summary: Paan

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters