অ্যাজোলা হল জলীয় ফার্ণ, যা জলে ভেসে থাকে ও নীল সবুজ শ্যাওলার উৎপাদনে সাহায্য করে যার মাধ্যমে পরিবেশের নাইট্রোজেন আত্মস্থ করে। ৫-১০ টন অবদি বায়োমাস পাওয়া যেতে পারে এক হেক্টর অ্যাজোলা থেকে যার মধ্যে প্রায় ৩০ কেজি নাইট্রোজেন থাকে। তাই জৈব সার হিসেবে অ্যাজোলার ব্যবহার খুবই উপযোগী।
এই অ্যাজোলা উৎপন্ন করতে স্থায়ী জলের দরকার হয়। ৫-১০ সেমি. উচ্চতার জলীয় জায়গায় ও উচ্চ আবহাওয়ায় অ্যাজোলা ভালো উৎপন্ন হয়। এখন যে যে চাষী ভাইরা ধান জমি ছাড়া অন্য জায়গায় অ্যাজোলা চাষ করতে চান তারা অ্যাজোলা পুকুরের জন্য ভালো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার কথা ভাবতে পারেন। সিল্পাউলিন এই ধরনের অ্যাজোলা ব্যাগ তৈরী করে। এই অ্যাজোলা ব্যাগ ব্যবহার করে আপনারা উন্নতমানের জৈবসার তৈরী করে সুফল পেতে পারেন। অ্যাজোলা শুকনো অবস্থায় গোখাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। সিল্পাউলিনের অ্যাজোলা ব্যাগ পেতে গেলে আপনি যোগাযোগ করুন শ্রী অভিষেক বসুর সাথে (০৯৮৩১৫০৬৮২৬)
- তন্ময় কর্মকার
Share your comments