পশ্চিমবঙ্গে কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হলে নিচের তালিকায় চোখ রাখুন। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরে রোজগারমুখী পড়াশোনার দিশায় আপনার সেরা ঠিকানা।
(১) বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়
ঠিকানা - পোঃ মোহনপুর, জেলা নদীয়া, পিন – ৭৪১২৫২
ফোন (০৩৪৭৩) ২২২২৬৯/২২৩২৫৬
ওয়েব সাইট – www.bckv.edu.in
এর দুটি এক্সটেন্ডেড ক্যাম্পাস রয়েছে
(ক) কল্লাইবেরিয়া, ছাতনা, বাঁকুরা,
পিন – ৭১৩১০১, ফোন – (০৩৪২)২৬২৪৮৯৩
(খ) বর্ধমান সদর এগ্রিকালচারাল ফার্ম,
গেট নং ১, কালনা রোড, বর্ধমান-৭১৩১০১
ফোন নং (০৩৪২)২৬২৪৮৯৩
(২) উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
ঠিকানা - এন.এইচ.৩১, পুন্ডিবারি, কোচবিহার, পিন – ৭৩৬১৬৫
ফোন (০৩৫৮২)২৭০০১২
ওয়েব সাইট – www.ubkv.ac.in
(৩) পল্লিশিক্ষা ভবন, বিশ্বভারতী
ঠিকানা - পোঃ- শ্রীনিকেতন, বীরভূম, পিন – ৭৩১২৩৬
ফোন – (০৩৪৬৩)২৬২৭৫১
ওয়েব সাইট – www.visvabharati.ac.in
আরও পড়ুন নতুন তিন প্রকার উচ্চফলনশীল ধান যা কৃষকদের আয় দ্বিগুণ করবে
শুধুমাত্র স্নাতকোত্তর কৃষিবিজ্ঞানের বিষয় পড়ানো হয় -
(৪) ইনস্টিটউট অফ এগ্রিকালচারাল সায়েন্স
ঠিকানা - কলকাতা বিশ্ববিদ্যালয়, ৩৫, বালিগঞ্জ সার্কুলার রোড, পিন-৭০০০১৯
ফোন নং- (০৩৩)২৪৬১৫৪৪৫
ওয়েবসাইট – www.caluniv.ac.in
- রুনা নাথ (runa@krishijagran.com)
Share your comments