
ভারতের কৃষি অগ্রগতির লক্ষে কৃষি সামগ্রি বিপননকারীদের এক বছরের কৃষি সম্প্রসারণ পরিসেবায় ডিপ্লোমা কোর্স ( ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন এগ্রিকালচার এক্সটেনশন সর্ভিস ফর্ ইনপুট ডিলারস্ বা ডি. এ. ই. এস. আই.) চালু করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুরে অবস্থিত সামেটি –র (স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট) রাজ্যে নোডাল ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে কোর্সটি পরিচালনা করছেন এবং রাজ্যের বিভিন্ন জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির মাধ্যমে কোর্সটি রূপায়িত হবে। কোর্সটিতে গুরুত্বপূর্ণ ১৩ টি বিষয়ের ওপর শিক্ষা দেওয়া হয়। কোর্সটির উদ্দেশ্য অতি দ্রুত বর্তমান লাইসেন্স যুক্ত কৃষি সামগ্রি বিপননকারিদের কৃষির ন্যুনতম শিক্ষায় শিক্ষিত করা যাতে তারা চাষিদের সঠিক পরিসেবা দিতে পারে।
Share your comments