11ই মার্চ ফের দর্শকদের মনে জায়গা করে নিল 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। বহু প্রতীক্ষার পর অবশেষে সিনেমার পর্দায় জীবন্ত হল কাশ্মীরি পণ্ডিতদের কষ্ট, বেদনা, তাঁদের জীবনী। বহুদিন পর এক ভিন্ন স্বাদের ভিন্ন বিষয়ের ছবি দেখার সুযোগ পেলেন সিনেমা প্রেমীরা। ছবির ট্রেলার দেখেই বেশ উচ্ছসিত ছিলেন দর্শকরা তারই প্রমাণ মিলল বক্স অফিসের সাফল্য দেখে। ছবির পরিচালনা করেন বিবেক অগ্নিহোত্রী। ছবিতে রয়েছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী প্রমুখ তারকা।
এই সিনেমা নিয়ে বিভিন্ন চর্চা চলছে রাজনৈতিক, ক্রীড়া এবং তারকা মহলে। নিজস্ব মতামত জানাচ্ছেন সমস্ত মহলের বিসেশজ্ঞরা। সম্প্রতি এই ছবির প্রসঙ্গ উঠে আসতেই বিজেপিকে খোঁচা দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। প্রসঙ্গত কিছুদিন আগেই উত্তরপ্রদেশের ভোটের রেজাল্ট আউট হয় আর সেখানে জয়লাভ করেন যোগী আদিত্যনাথ। তারপরে সম্প্রতি সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে আসেন তিনি। সেখানেই তাঁকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রশ্ন করা হয়। তিনি উত্তরে বলেন ‘”দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সিনেমা হলে লখিমপুর ফাইলস নিয়ে ছবি হবে না কেন?” উল্লেখ্য এই ছবির প্রশংসায় পঞ্ছমুখ খোদ প্রধানমন্ত্রী। বহু রাজ্যে এই ছবি করমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, লখিমপুরের ঘটনাটি ঘটে গত বছর ৩ই অক্টোবর। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আশীষ মিশ্র ও উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য লখিমপুরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেদিন লখিমপুর খেরিতে পথ অবরোধ করেন স্থানীয় কিছু কৃষক। আচমকায় সেদিন একটি গাড়ি এসে পথ অবরোধে বসে থাকা কৃষকদের ধাক্কা দেয়। এই ঘটনায় মারা যায় ৪ জন কৃষক। এই কাণ্ডে অভিযোগের আঙুল ওঠে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের ওপর। সেই ঘটনার মামলা এখনও চলছে।
আরও পড়ুনঃ বলিউড “পাপ” মুক্ত হচ্ছে! দ্য কাশ্মীর ফাইলস ছবি নিয়ে প্রতিক্রিয়া কঙ্গনার
Share your comments