ড্রিপ সেচ কি?
একগুচ্ছ বদ্ধ প্লাস্টিক পাইপের মাধ্যমে সুষমভাবে আর নির্দিষ্ট পরিমানে গাছের শিকড়ে সরাসরি সেচ পৌঁছে দেওয়াকে ড্রিপ সেচ বলে।
ড্রিপ সেচের সুবিধা কি?
1. এতে ৩০-৭০% জল ও ৫০% বিদ্যুত্ সাশ্রয় হয়।
2. উঁচু নিচু জমিতেও সেচ সম্ভব।
3. লবণাক্ত জলও এব্যবস্থায় ব্যবহার করা চলে।
4. সারের প্রয়োজন ৫০% কমায়।
5. আগাছার জন্ম রোধ করে।
6. ভূমিক্ষয় রোধ করে।
7. ফসলের মাধ্যমিক পরিচর্যা সুবিধার হয়।
8. দক্ষ সেচ-মজুরের অভাব থাকলেও এই সেচে অসুবিধা নেই।
9. জৈব কৃষিতে দারুন উপযোগী।
10. সর্বোপরি ৩০-৭০% ফলন বৃদ্ধি করে।
ড্রিপ সেচের অংশগুলি -
1. ফিল্টার ইউনিট ,
2. ফার্টিলাইজার ট্যাঙ্ক ,
3. প্লাস্টিক পাইপ (মেন, সাবমেন ও ল্যাটারাল ),
4. মাইক্রোটিউব ,
5. ড্রিপার বা এমিটার।
ড্রিপ-সেচ কিভাবে কাজ করে?
পাম্পের সাহায্যে পুকুর, নালা, কুয়ো অথবা গভীর/অগভীর নলকূপ থেকে জল তোলা হয়। এরপর সেই জল ফিল্টারের মধ্যে দিয়ে বালি, মাটি, লবণ ইত্যাদি পরিষ্কার করে মেন লাইন দিয়ে সাবমেন ও শেষে ল্যাটারাল দিয়ে বাহিত হয়। ল্যাটারাল-এর গায়ে গাছের দূরত্ব অনুযায়ী ড্রিপার বা এমিটার বা ফলের ক্ষেত্রে মাইক্রোটিউব দিয়ে ড্রিপার লাগানো থাকে যা দিয়ে ফোঁটা-ফোঁটা করে জল গাছের গোঁড়ায় পড়ে। যে ফসলের যতটা জল দরকার সেই সময় ও পরিমানেই জল একেবারে root-zone এ পৌঁছায়।
রুনা নাথ
কৃষি জাগরণ।
Share your comments