‘ইনকিউবেটর’ আগাছা নির্মূল করার যন্ত্র, কৃত্রিম আলোয় ফুল ফোটানোর পদ্ধতি থেকে শুরু করে ধান ভানানোর পর কুড়ো ও খুদ আলাদা করে দেওয়ার যন্ত্র এমনই উদ্ভাবনী কিছু আবিষ্কার বাংলার কৃষকদের, যা তাক লাগাচ্ছে বিজ্ঞানীদের। এমনই কিছু কুড়িজন কৃষকের আবিষ্কার প্রদর্শিত হল(ICAR) আটারিতে। এদের মধ্যে ছিলেন ওড়িশা থেকে ৮ জন কৃষক। তাদের দেওয়া হয় শংসাপত্র। এদের মধ্যে উল্লেখযোগ্য ৬৭ বছরের কৃষক বিনয়কৃষ্ণ দের কুড়ো ও খুদ আলাদা করা যায় এরকম মেশিন, যার দাম ৯ হাজার ৮০০ টাকা। ঘণ্টায় ৮-৯ বস্তা ধান ভাঙানো যাবে। রাইসমিলগুলি ওই কৃষকের তৈরি মেশিন কিনতে আগ্রহ প্রকাশ করেছে। মেশিন বিক্রি করে ওই কৃষক বছরে ২০ লক্ষ টাকা আয় করছেন। বোলপুরের কৃষক তপনকুমার ঘোষ জিআই পাইপ আর রড দিয়ে তৈরি করেছেন এসআরআই মার্কার। ২ হাজার ৪০০ টাকা খরচে বানানো ওই যন্ত্রটি দিয়ে সারিতে ধান বোনা যাবে। হাওড়ার কৃষক চূড়ামণি মণ্ডল নিম, তুলসী, আকন্দ, করঞ্জা পাতা পচিয়ে তাঁর সঙ্গে গোমূত্র মিশিয়ে তৈরি করেছেন জৈব কীটনাশক। নদীয়ার ধানতলার কুতুবউদ্দিন বিশ্বাস চন্দ্রমল্লিকার জমিতে রাতের বেলা আলো জ্বেলে রেখে বাজারের চাহিদা মতো ফুল ফোটাচ্ছেন।
- Sushmita Kundu
Share your comments